শান্তিগঞ্জে স্থানীয় সরকার দিবস পালন
সুনামগঞ্জ শান্তিগঞ্জ উপজেলা পাথারিয়া ইউনিয়ন পরিষদে জাতীয় স্থানীয় সরকার দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদের সভাকক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃশহীদুল ইসলাম ।সভাপতির বক্তব্যে তিনি বলেন, স্থানীয় সরকারকে শক্তিশালী করে জনগণের সেবা প্রদান সহজীকরণ করতে হবে। স্থানীয় সরকারকে রাজনীতি প্রভাবমুক্ত করে জনগণের দোরগোড়ায় পৌঁছাতে হবে।
সভায় উপস্থিত ছিলেন পাথারিয়া ৮নং ওয়ার্ড সদস্য লিটন তালুকদার, সংরক্ষিত,১,২,৩ নং ওয়ার্ডের মহিলা সদস্য,হাওয়ারুন নেছা, ৪,৫,৬ নং ওয়ার্ডের রাহেলা বেগম,অফিস সহকারী সজিব সহ অন্যান্য ব্যক্তি বর্গ।
সভার পূর্বে এক র্যালি গনিগঞ্জ বাজারে পরিষদ এলাকা প্রদক্ষিণ করে।