বরিশালে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক মাদক বিক্রেতার এক বছরের কারাদন্ড ও নগদ অর্থ জরিমানা করা হয়েছে। দন্ডপ্রাপ্ত আলীম সিকদার (৪৬) জেলার গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কান্ডপাশা গ্রামের মৃত মোতাহার সিকদারের ছেলে।এরপূর্বে ওইদিন দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গৌরনদী সার্কেলের সাব-ইন্সপেক্টর মো. ফাইজুল ইসলাম হৃদয় হাওলাদারের নেতৃত্বে অভিযান চালিয়ে একশ’ গ্রাম গাঁজাসহ বিক্রেতার আলীম সিকদারকে গ্রেপ্তার করা হয়।পরবর্তীতে গ্রেপ্তারকৃতকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. রাজিব হোসেনের ভ্রাম্যমাণ আদালতে সোর্পদ করা হয়।তথ্যের সত্যতা নিশ্চিত করে এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. রাজিব হোসেন বলেন, গ্রেপ্তারকৃতকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।দন্ডপ্রাপ্তকে ওইদিনই গৌরনদী মডেল থানা পুলিশ বরিশাল জেলহাজতে প্রেরণ করেছেন।