গাজীনগর প্রিমিয়ার লীগ-২০২৫ সিজন-৩ এর ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
সুনামগঞ্জ জেলা শান্তিগঞ্জের গাজীনগর প্রিমিয়ার লীগ ২০২৫ সিজন-৩ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় গাজীনগর মিজান ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে গাজীনগর তুহিন ফুটবল একাদশ।
শনিবার(১ লা মার্চ) বিকালে শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের গাজীনগর গ্রামের পূর্বে অবস্থিত মাঠ প্রাঙ্গণে আয়োজিত খেলায় মিজান ফুটবল একাদশ বনাম তুহিন ফুটবল একাদশ অংশ নেয়। নির্ধারিত সময়ের মধ্যে ০-০ গোলে ড্র হওয়ায় ট্রাইবেকারে তুহিন ফুটবল একাদশ মিজান ফুটবল একাদশকে ৪-৫ গোলে পরাজিত করে।খেলা শেষে আলোচনা সভায় গাজীনগর গ্রামের প্রবীণ মুরব্বি রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে ও জাকেরিন আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন,গাজীনগর গ্রামের মোহাম্মদ আলী,জিয়াউর রহমান জিয়া,মোঃহারুনুর রশীদ
এ সময় উপস্থিত ছিলেন,গাজীনগর গ্রামের হাফিজুর রহমান,হামিদুর রহমান,আসুক মিয়া,পাশা মিয়া,দিলোয়ার হোসেন, আজমল হোসেন প্রমুখ।
পরে বিজয়ীদের হাতে প্রাইজমানী ও চ্রাম্পিয়ন ট্রফি তুলে দেন আমন্ত্রীত অতিথিবৃন্দ।