ঈশ্বরগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে মাসব্যাপি সুলভ মূল্যে হাটের উদ্বোধন করা হয়েছে। রোববার উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে এ হাটের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদ। রমজান উপলেক্ষ্যে মাসব্যাপি এ বাজারে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সুলভ মূল্যে বিক্রয় করা হবে। প্রাণিসম্পদ ও কৃষি বিভাগের সহায়তায় মাঠ পর্যায়ের কৃষক ও খামারিরা তাদের উৎপাদিত দ্রব্য সামগ্রী বিক্রয় করবেন এ হাটে। এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বরে ২৫টি দোকান বসানো হয়েছে। দোকানে সুলভ মূল্যে পণ্য কিনতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন ক্রেতা রইস উদ্দিন । তিনি জানান, ৫০ টাকা মূল্যের শসা ৩৫ টাকা এবং ৪৫ মূল্যের ডিম কিনেছেন ৩৫ টাকায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, দোকানে রোজা উপলক্ষ্যে মাংস শাক সবজি বিক্রয় করার জন্য উদ্যোক্তাদের আহবান জানাতে প্রাণিসম্পদ ও কৃষি কর্মকর্তাকে নির্দেশ প্রদান করা হয়েছে।
মেলার উদ্বোধনের সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাাইন, উপজেলা শাখা জামায়াতে ইসলামীর আমির মঞ্জুরুল হক হাসান, ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুর রহমান. প্রাণি সম্পদ কর্মকর্তা মাহবুবুল আলম, কৃষি কর্মকর্তা রিপা রানী চৌহান, উপজেলা স্বাস্থ্য ও প.প. ডা. সাদিয়া তাসনিম মুনমুন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামাল হোসেন, উপজেলা সুজনের সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, প্রেসক্লাব সভাপতি আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক আতাউর রহমান, অধ্যক্ষ আতিকুর রহমান সিদ্দিকী, বৈষম্যবিরোধী ছাত্র নেতা হাসানুর রহমান সজীব প্রমুখ।
১৯ ঘন্টা ১৯ মিনিট আগে
২০ ঘন্টা ৩ মিনিট আগে
২১ ঘন্টা ৫১ মিনিট আগে
২১ ঘন্টা ৫২ মিনিট আগে
২২ ঘন্টা ৩৪ মিনিট আগে
২২ ঘন্টা ৪১ মিনিট আগে