কুমিল্লার চৌদ্দগ্রামে ১৮০ বোতল ফেনসিডিল ও ৫১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী তাজুল ইসলামকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। তাজুল ইসলাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের বদরপুর গ্রামের মিরশান্নী টিলার মৃত আলকাছ মিয়ার ছেলে। সোমবার তথ্যটি নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুল্লাহ।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নালঘর রাস্তার মাথা এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি টিম। অভিযানকালে ১৮০ বোতল ফেনসিডিল ও ৫১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী তাজুল ইসলামকে আটক করা হয়। দীর্ঘদিন ধরে তাজুল ইসলাম ভারত সীমান্ত থেকে মাদক নিয়ে দেশের বিভিন্নস্থানে ব্যবসায়ীদের নিকট বিক্রি করতো।
চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার সানা উল্লাহ বলেন, ‘গোয়েন্দা পুলিশ বিপুল পরিমাণ মাদক ব্যবসায়ী তাজুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করেছে। থানায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে’।