রংপুরের পীরগাছা বাজারের বিশিষ্ট কাপড় ব্যবসায়ী ও বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলামের (৭৪) নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় ড. তৈয়ব হোসেন স্টেডিয়ামে জানাজা শেষে রাষ্ট্রীয় গার্ড অব অর্নার দেওয়া হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আফছার আলী, থানা ওসি নুরে আলম সিদ্দিকী, পীরগাছা বাজার দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গা, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা ও বজলুর রশিদ মুকুল, উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার ওয়াজেদ আলী সরকার ও সিরাজুল ইসলাম সহ আরও অনেকে।
বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম একাধারে ছিলেন পীরগাছা বাজার দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি, পীরগাছা রেলওয়ে স্টেশন জামে মসজিদের সভাপতি, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ডেপুটি কমান্ডার, উপজেলা হাজী কল্যাণ সমিতির আমৃত্যু সাধারণ সম্পাদক। তিনি দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
তিনি বৃহস্পতিবার বেলা ২টা ৪৫মিনিটে তার নিজবাড়ি পশ্চিমদেবু গ্রামে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তাঁর মৃত্যুতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, দীর্ঘদিনের সহযোদ্ধা, ব্যবসায়ী ও শুভাকাঙ্খীরা গভীর শোক প্রকাশ করেছেন।