বরিশালে সরকারিভাবে গরিবের জন্য বরাদ্দ টিসিবির চাল-ডাল-চিনি নিয়ে গেছেন বিএনপি নেতা। ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য জহিরুল ইসলাম নান্টু তালুকদার এসব পণ্য তার স্বজনদের মাঝে ভাগবাটোয়ারা করে দেন। বুধবার নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের বারৈজ্জের হাটে এ ঘটনা ঘটে।বরিশাল সিটি করপোরেশনের তত্ত্বাবধানে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য রমজান মাস উপলক্ষ্যে গরিবের জন্য কমদামে বিতরণ করা হচ্ছে।স্থানীয়রা অভিযোগ করেন, ২৭নং ওয়ার্ডের সচিব জসিম উদ্দিন টিসিবি পণ্য ওয়ার্ড বিএনপি নেতা নান্টুকে বুঝিয়ে দেন। ৯০ জন গরিবের জন্য বরাদ্দ হওয়া টিসিবি পণ্য নান্টু তার আত্মীয়-স্বজনদের মাঝে বিতরণ করেনওই এলাকার বাসিন্দা সাইফুল বলেন, গরিবের জন্য বরাদ্দ চাল-ডাল-চিনি বিএনপি নেতা নান্টু ও ওয়ার্ড সচিব জসিম তাদের স্বজনদের মাঝে ভাগ করে নিয়েছেন। সরকারি পণ্য এভাবে বেহাত করা বেআইনি। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।তবে ওয়ার্ড সচিব জসিম বলেন, ৯০ জনের জন্য বরাদ্দকৃত টিসিবি পণ্য সবার মাঝে বিতরণ করা হয়েছে। হয়তো দু-একজন স্বচ্ছল ব্যক্তিও ওই পণ্য পেয়েছেন।টিসিবি পণ্য বিএনপি নেতা বিতরণ করতে পারেন কিনা এমন প্রশ্ন করলে সচিব জসিম বলেন, বোঝেন তো স্থানীয় কিছু বিষয় থাকে এর বাহিরে আর কোনো জবাব দেননি তিনি।নান্টুর মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি সারা দেননি।