উপমহাদেশের প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা কলেজস্থ কুমিল্লা জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে। আজ রবিবার (৯ মার্চ) সাধারণ সম্পাদক রাসেল সরকারের সঞ্চালনায় কেন্দ্রীয় খেলার মাঠে উক্ত আয়োজন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্র কল্যাণের উপদেষ্টা মোঃ আব্দুল কাইয়ুম পারভেজ খন্দকার। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ঢাকা কলেজস্থ কুমিল্লা জেলা ছাত্র কল্যাণকে ঐক্যবদ্ধ হয়ে ছাত্রদের কল্যাণে কাজ করতে হবে। যেকোনো বিপদ-আপদে ছাত্রদের পাশে দাঁড়াতে হবে এবং গরিব ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করতে হবে।
তিনি আরও বলেন, ক্যাম্পাসে শিক্ষামূলক বিভিন্ন প্রোগ্রাম করতে হবে। ইতিমধ্যে আমরা সফলভাবে পরিচিতি সভা করেছি, ক্রিকেট টুর্নামেন্ট করেছি এবং ইফতার মাহফিল করলাম। ভবিষ্যতে আমরা বনভোজন করবো এবং বৃক্ষরোপণের মতো কর্মসূচি পালন করব ইনশাআল্লাহ। এই ছাত্র কল্যাণ একদিন সারা বাংলাদেশের ছাত্র কল্যাণের আইডল হবে বলে মনে করছি। তবে সবার আন্তরিকতা থাকতে হবে তাহলেই তা সম্ভব হবে ইনশাল্লাহ।
ছাত্র কল্যাণের সভাপতি মেহেদী হাসান বলেন, পবিত্র রমজান মাসে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে আমরা সবাই মিলিত হয়েছি। ছাত্র কল্যাণ মানেই হলো ছাত্রদের জন্য নিবেদিত হয়ে কাজ করা। আমরা সেই নিবেদিত লক্ষ্য বাস্তবায়নে সব ভেদাভেদ ভুলে গিয়ে এক হয়ে কাজ করে যাব।
উক্ত আয়োজনে বিশেষ অতিথি হিসেবে মঈন উদ্দীন খান ও কবির হোসাইন এবং ঢাকা কলেজে অধ্যয়নরত কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দেশের সার্বিক পরিস্থিতি এবং মানুষের কল্যাণের জন্য দোয়া-মোনাজাত করা হয়েছে।
৭ ঘন্টা ৪৮ মিনিট আগে
৯ ঘন্টা ২ মিনিট আগে
১২ ঘন্টা ৪৮ মিনিট আগে
১৬ ঘন্টা ৭ মিনিট আগে
১৬ ঘন্টা ৪০ মিনিট আগে
১ দিন ৩ ঘন্টা ২২ মিনিট আগে
২ দিন ৮ ঘন্টা ৬ মিনিট আগে
২ দিন ১৬ ঘন্টা ২৩ মিনিট আগে