জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নির্বাচন কমিশনের (ইসি) অধীনে রাখার দাবিতে শেরপুরের ঝিনাইগাতীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৩ মার্চ বৃহস্পতিবার বেলা ১১টায় ঝিনাইগাতী উপজেলা পরিষদের সামনে কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী এ মানববন্ধন চলে। মানববন্ধনে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জহিরুল হক বলেন, এনআইডি সেবা নির্বাচন কমিশনের অধীনেই থাকা উচিত, কারণ দীর্ঘদিন ধরে ইসি দক্ষতার সঙ্গে এই কার্যক্রম পরিচালনা করে আসছে। তিনি এনআইডি ব্যবস্থাপনা অন্য সংস্থার কাছে হস্তান্তর না করার আহ্বান জানান। এছাড়াও মানববন্ধনে অংশগ্রহণকারী অন্যান্য বক্তারা বলেন, এনআইডি নিয়ে ব্যবসা করতে দেওয়া হবে না। আমরা চাই না, এনআইডি ধ্বংস হোক বা সাংবিধানিক অধিকার খর্ব হোক। তারা আরও বলেন, নির্বাচন কমিশনের রয়েছে দক্ষ জনবল। কর্মকর্তা-কর্মচারীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
১ ঘন্টা ২৮ মিনিট আগে
১ ঘন্টা ৩০ মিনিট আগে
১ ঘন্টা ৩১ মিনিট আগে
১ ঘন্টা ৩৫ মিনিট আগে
১ ঘন্টা ৫৪ মিনিট আগে
১ ঘন্টা ৫৭ মিনিট আগে
১ ঘন্টা ৫৯ মিনিট আগে