মুন্সি শাহাব উদ্দীন ( চট্টগ্রাম)
আজ ১৩ মার্চ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার সময় দোহাজারী স্টেশনে মহাসড়কে পূরবী বাসের চাপায় প্রাণ হারাল দুই শিক্ষার্থী সহ এক রিকশা চালক। নিহত দুই শিক্ষার্থী পরস্পর ভাই বোন এবং তারা দোহাজারী জামীজুরি এলাকার জসিম উদ্দীন এর আদরের সন্তান। প্রত্যেক্ষ্যদর্শীর ভাষ্যমতে,শিক্ষার্থীরা ব্যাটারি চালিত রিকশা করে কোচিং সেন্টারে যাওয়ার সময় দোহাজারী সদরে মহাসড়কে পূরবী বাস রিকশার পিছনে চাপা দেয়। ফলে ঘটনাস্থলে প্রাণ হারায় এক শিক্ষার্থী সহ রিকশা চালক। হাসপাতালে নেওয়ারকালে আরেক শিক্ষার্থী মৃত্যুবরণ করেন। ফাহমিদা নামে নবম শ্রেণির আরেক ছাত্রী গুরুতর আহত হন। নিহত দুই শিক্ষার্থী দোহাজারী পাঠশালা পাবলিক স্কুলে অধ্যায়নরত ছিল। ঘাতক পূরবী বাসটি দোহাজারী হাইওয়ে পুলিশ কর্তৃক আটক করা হয়। তবে বাসটির চালক- হেলপার পালিয়ে যায়। এ ঘটনায় সাধারণ মানুষ ক্ষুদ্ধ হয়ে মহাসড়ক অবরোধ করে।
২৮ মিনিট আগে
১ ঘন্টা ২২ মিনিট আগে
১ ঘন্টা ৫০ মিনিট আগে
১ ঘন্টা ৫৩ মিনিট আগে
১ ঘন্টা ৫৫ মিনিট আগে
২ ঘন্টা ১ মিনিট আগে
২ ঘন্টা ৩ মিনিট আগে