শরীয়তপুর নড়িয়া উপজেলা পশ্চিম জামায়াতে ইসলামী’র নশাসন ও রাজনগর ইউনিয়নের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ই- মার্চ ) আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় ৮০০ জন মানুষের উপস্থিতি ছিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণমানুষের নেতা, শরীয়তপুরের কৃতি সন্তান এবং জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বকাউল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলার সহকারী সেক্রেটারি ও সাবেক ছাত্রনেতা শহিদুল ইসলাম, নড়িয়া উপজেলা পশ্চিম শাখার সম্মানিত আমীর ইঞ্জিনিয়ার কাহেদ নজরুল ইসলাম, জেলা কর্ম পরিষদের সদস্য গোলাম মোস্তফা ও মাসুম বিল্লাহ, উপজেলা নায়েবে আমীর মোরশেদ খানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নশাসন ইউনিয়নের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল্লাহ এবং সঞ্চালনা করেন রাজনগর ইউনিয়নের সেক্রেটারি হাফেজ মোদাচ্ছের হোসাইন সবুজ।
বক্তারা মাহফিলে ইসলামী চেতনা, রমজানের তাৎপর্য ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রয়োজনীয়তা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ জনসাধারণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
উপস্থিত অতিথিরা বলেন, ইফতার মাহফিল শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এটি পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি ও সমাজের কল্যাণমূলক কর্মকাণ্ডের প্রতিফলন। অনুষ্ঠানে দুই ইউনিয়নের দায়িত্বশীল ও কর্মীসহ বিভিন্ন পর্যায়ের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
১ ঘন্টা ৪৮ মিনিট আগে
৬ ঘন্টা ৪৫ মিনিট আগে
৭ ঘন্টা ৬ মিনিট আগে
৭ ঘন্টা ৭ মিনিট আগে
৭ ঘন্টা ৮ মিনিট আগে
৭ ঘন্টা ৯ মিনিট আগে
৭ ঘন্টা ১১ মিনিট আগে