বানিয়াচংয়ে বিশিষ্টজনদের সম্মানে উপজেলা জামায়াতে ইসলামির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ মার্চ) আলিয়া মাদ্রাসা মাঠে উপজেলা সভাপতি ডা. খন্দকার তালেব উদ্দিন খান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন খান ও সাবেক সাধারণ সম্পাদক হামিদুর রহমান খেলুর সঞ্চালণায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহ-সভাপতি মাওলানা তাসলিম আলম মাহদী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) মোস্তফা আল হাদী, সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ ওয়ারিশ উদ্দিন খান, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল অলি,
আজমিরীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মোঃ নাসির উদ্দিন চৌধুরী, কাজী মুফতি আতাউর রহমান, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু ও বানিয়াচং প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ নুরুল ইসলাম প্রমুখ।
দোয়াও মোনাজাত পরিচালনা করেছেন উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা কাজী আব্দুর রাজ্জাক।