শেরপুরের ঝিনাইগাতীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজার মনিটরিংকালে ২ মিষ্টির দোকানসহ ৫ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। ১৫ মার্চ শনিবার বিকেলে ঝিনাইগাতী সদর বাজারে মনিটরিংকালে মিষ্টির দোকান, ফলমূলের দোকানসহ ইফতার সামগ্রী বিক্রেতাদের দোকান পরিদর্শন ও পর্যবেক্ষণ করা হয়। তদারকিকালে নানা অনিয়মের অভিযোগে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯’-এর বিভিন্ন ধারায় অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে ২টি মিষ্টির দোকান, ২টি ইফতার সামগ্রীর দোকান ও ১ জন তরমুজ ব্যবসায়ীসহ ৫ ব্যবসায়ীকে ৬ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়। বাজার মনিটরিং অভিযানে নেতৃত্ব দেন ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম রাসেল। বাজার মনিটরিংকালে সহযোগিতায় ছিলেন উপজেলা নির্বাহী অফিসারের স্টাফ ও আনসার সদস্যগণ। ওইসময় বাজার দর, ব্যবসায়িক লাইসেন্স, বিক্রয় মূল্য তালিকা, ক্রয় রসিদ ও পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার পরামর্শ দেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
১০ ঘন্টা ৩৩ মিনিট আগে
১০ ঘন্টা ৩৩ মিনিট আগে
১০ ঘন্টা ৩৪ মিনিট আগে
১০ ঘন্টা ৪৮ মিনিট আগে
১০ ঘন্টা ৫২ মিনিট আগে
১০ ঘন্টা ৫৫ মিনিট আগে
১১ ঘন্টা ০ মিনিট আগে
১১ ঘন্টা ১ মিনিট আগে