বাসুদেবপুর ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল বৃষ্টির আভাস, বাড়বে তাপমাত্রা দিনাজপুরে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজশাহী কলেজে একই দিনে ছাত্রশিবির ও ছাত্রদলের ইফতার মাহফিল ডোমারের হরিণচড়ায় ভিজিএফ চাল বিতরণ ডোমারে ভোক্তা অধিকার অভিযানে জরিমানা ক্ষেতলালে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত সিঙ্গেল সিটের দাবিতে ছাত্রীদের বিক্ষোভ, প্রশাসনের দাবি হলে নেই পর্যাপ্ত সিট নাগেশ্বরীতে মানসিক ভারসাম্যহীনকে জোড় করে ধর্ষণ অলিগলিতে টহল বাড়াবে পুলিশ : ডিএমপি কমিশনার দেশে সোনার দাম ফের বেড়ে ইতিহাসের সর্বোচ্চ হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে সেলিম বেঙ্গলের সৌজন্যে ঈদ উপহার বিতরণ শেরপুরের শ্রীবরদীতে আস্থা প্রকল্পের হুইসেলব্লোয়ার হিসেবে অন্তর্ভুক্তিকরণ সভা অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতীতে আস্থা প্রকল্পের হুইসেলব্লোয়ার হিসেবে অন্তর্ভুক্তিকরণ সভা অনুষ্ঠিত রাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ইফতার মাহফিল বাকৃবির রোভার স্কাউটের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হিন্দুদের ওপর হামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মোংলায় শিক্ষানুরাগী নেতা শহীদ আব্দুল বাতেন স্মরণসভা কুবিসাস'র ইফতার মাহফিল অনুষ্ঠিত পাবিপ্রবিতে জোনাকির উদ্যোগে ১০০ জন মানুষের মাঝে ইফতার বিতরণ

রাজবাড়ীতে গণধর্ষণ মামলার পলাতক আসামী মিথুন গ্রেফতার।



রাজবাড়ীতে গণধর্ষণে জড়িত এজাহারভুক্ত পলাতক আসামি মশিউর রহমান মিথুন মোল্লাকে (২৮) গ্রেপ্তার করেছে র‍্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা।
সোমবার (১৭ মার্চ) বিকেল ৩টার দিকে রাজবাড়ী সদর উপজেলার আলাদীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) শামীম হাসান সরদার।
গ্রেপ্তার মিথুন মোল্লা রাজবাড়ী পৌর এলাকার ৫নং ওয়ার্ড সজ্জনকান্দা মধ্য পাড়া এলাকার মো. রহমত মোল্লার ছেলে।প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়িছে, গত ২৮ ফেব্রুয়ারি রাতে ভিকটিমের (২২) রাজবাড়ী সদর উপজেলার শ্রীপুরের ভাড়া বাসায় মেহমান হারুন (৪০) প্রবেশ করলে আসামি মিথুনসহ (২৮) অন্যান্য আসামিরা ওই বাসায় আসে এবং ভিকটিম ও হারুন অসামাজিক কার্যকলাপ করছে বলে ভয় দেখিয়ে হারুনের কাছে ২ লাখ টাকা দাবি করে। এ সময় নগদ ১০ হাজার টাকা ও বিকাশের মাধ্যমে আরও ৬৭ হাজার টাকা হারুনের কাছ থেকে জোরপূর্বক নিয়ে নেয় মিথুনসহ অন্যান্য আসামিরা। তবে দাবিকৃত অবশিষ্ট টাকা না পেয়ে আসামি মিথুনসহ অনান্য আসামিরা ভিকটিমকে ওই দিন রাতেই পালাক্রমে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিম (২২) নিজে বাদী হয়ে ২৯ জানুয়ারি রাজবাড়ী সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এরপর থেকেই ধর্ষক মিথুন পলাতক ছিলেন।
র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) শামীম হাসান সরদার বলেন, র‍্যাব-১০-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজবাড়ী সদর উপজেলার আলাদিপুর এলাকায় অভিযান পরিচালনা করে গণধর্ষণ মামলার আসামি মিথুনকে গ্রেপ্তার করে।