দৌলতদিয়া-খুলনা মহাসড়কে বাসচাপায় নারী নিহত, যুবক আহত
দৌলতদিয়া-খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলার মোস্তফা মেটাল এলাকায় বাসচাপায় অজ্ঞাতপরিচয় এক নারী নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেল চালক রুহুল-২০ নামের এক যুবক গুরুতর আহত হন।
বৃহস্পতিবার (২০ মার্চ) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহলাদীপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে গোয়ালন্দ মোস্তাফা মেটাল এলাকায় দ্রুতগামী যাত্রী বাহী বাস সাকুরা (ঢাকা মেট্রো-ব-১১-৪৮৮৬) পরিবহনের চাপায় মটর সাইকেল আরোহী রুহুল নামের যুবক আহত হয়। তবে এসময় এক অজ্ঞাতপরিচয় নারী নিহত হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠান। সেখান থেকে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
আহলাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামীম শেখ বলেন, নিহত নারীর পরিচয় এখনও জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।