বিএনপির নাম করে অপকর্ম করলে এক চুল ও ছাড় নাই :তৃপ্তি
বিএনপির নাম করে অপকর্ম করলে এক চুল ও ছাড় নাই :তৃপ্তি
যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে একযোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ মার্চ)২০ রমজান কায়বা ইউনিয়ন বিএনপির আয়োজনে এ ইফতার ও দোয়া মাহফিলে উপজেলা নেতৃবৃন্দরা বিভিন্ন ওয়ার্ডে ভাগ হয়ে উপস্থিত থেকে রোজাদারদের সাথে নিয়ে ইফতার করেন।
এ ইফতার ও দোয়া মাহফিলে কায়বা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড কোটা ধান্যতাড়া গ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সাংসদ মফিকুল হাসান তৃপ্তি।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন বিএনপির নাম ভাঙ্গিয়ে কেউ অপকর্ম করলে তার দায়ভার দল নিবে না বরং তাকেই নিতে হবে। দলের নাম করে কোন অপকর্ম করলে তাকে আইনের আওতায় নিতে প্রশাসনকে নির্দেশ দেন এবং তিনি অন্তর্বতী সরকারের কাছে উদার্ত আহবান করেন যে তারা যেন অনতিবিলম্বে নির্বাচন দেয় এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে।
তিনি নেতা কর্মিদের কাছে অনুরোধ করেন তারা যেন কোন প্রকার গ্রুপিং করে দলকে ক্ষতিগ্রস্হ না করে, সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে চলার আহবান জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন,শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমদ, আইন বিষয়ক সম্পাদক মশিয়ার রহমান, শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা,সিনিয়র যুগ্ম আহবায়ক আল-মামুন বাবলু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল হাসান রিপন, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপি র সভাপতি আসাদুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির, পুটখালি ইউনিয়ন বিএনপি র সভাপতি মফিজুর রহমান, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি ও এছাড়াও
ওয়ার্ড বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও মুসল্লিগণ। অনুষ্ঠান সঞ্চালনায় কায়বা ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী আব্দুল মান্নান।