স্বাধীনতা দিবসে শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের মোংলায় স্বাধীনতা দিবসে ২টি যুদ্ধ জাহাজ উন্মুক্ত রাখা হয় বাংলাদেশের মানুষ কখনোই পরাধীনতা মেনে নিবেনা, স্বাধীনতা দিবসে বাকৃবি উপাচার্য প্রধান উপদেষ্টার চীন সফর, কী পাবে বাংলাদেশ? ‘বঙ্গবন্ধু এভিনিউ’সহ নানা স্থাপনার নাম পরিবর্তন চীনের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা জাতীয় স্বার্থে ঐকমত্য গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ : পরিবেশ উপদেষ্টা নড়িয়ায় বিএনপি নেতার বাড়িতে হাতবোমা বিস্ফোরণ আক্কেলপুরে উপজেলা জামায়াতের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিক্ষক সমিতি কোম্পানীগঞ্জ শাখা ভুয়া কমিটি ঘোষণার অভিযোগ কিশোরগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা মধুপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত আদমদীঘিতে দুঃস্থ্যদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ পশ্চিম সুন্দরবনের কর্তন নিষিদ্ধ গরাণ কাঠ পাচারের সময় আটক-৩ রাজবাড়ীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন: মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছেন মধুপুর উপ-আঞ্চলিক কেন্দ্র বাউবি যথাযথ মর্যাদায় সিরাজগঞ্জ জেলা বিএনপি'র মহান স্বাধীনতা দিবস পালন ২৬ মার্চ রক্তগঙ্গা পেরিয়ে নতুন ভোর, অগ্নিস্নানে স্বাধীনতার সূর্য সিরাজগঞ্জে স্বাধীনতা ও জাতীয় দিবসে জেলা প্রশাসনের নানা কর্মসূচি পালন মাভাবিপ্রবিতে সনদ পেতে ঘুরতে হয় সাত দপ্তরে

অবৈধ অভিবাসন রোধকল্পে বাংলাদেশ-অস্ট্রেলিয়া এসওপি সই

বাসস ডেস্ক - রিপোর্টার

প্রকাশের সময়: 24-03-2025 08:51:22 pm

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) স্বাক্ষরিত হয়েছে, যা দ্বিপাক্ষিক সম্পর্ক ও অংশীদারিত্ব জোরদার করার পাশাপাশি অবৈধ অভিবাসন ও মানব পাচার রোধকল্পে একটি মাইলফলক হবে।


স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এসওপি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘এই চুক্তিটি অবৈধ অভিবাসন ও মানব পাচার রোধকল্পে আমাদের চলমান প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হবে, যা আমাদের দুই দেশের মধ্যে স্থায়ী অংশীদারিত্বকে শক্তিশালী করবে।’


এসওপিতে বাংলাদেশের পক্ষে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম ও অস্ট্রেলিয়ার পক্ষে দেশটির সীমান্ত বাহিনীর কমান্ডার মার্ক হোয়াইটচার্চ সই করেন।


স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, বেআইনিভাবে অভিবাসন ও মানব পাচার বিশ্বব্যাপী নিরাপদ, সুশৃঙ্খল ও বৈধ অভিবাসনের নীতিগুলোকে বিপন্ন করে গুরুতর চ্যালেঞ্জ তৈরি করছে।


তিনি বলেন, ‘এই সমস্যাগুলো কেবল অসংখ্য জীবনকেই বিপন্ন করছে না, বরং দক্ষতা-ভিত্তিক ও বৈধ অভিবাসন চ্যানেলগুলোর অখণ্ডতার জন্যও হুমকিস্বরূপ। বাংলাদেশ সরকার এই গুরুতর উদ্বেগগুলো দূর করার প্রতিশ্রুতিতে অটল রয়েছে।’


জাহাঙ্গীর চৌধুরী বলেছেন, ‘আমরা এই বিপজ্জনক ও জীবনের জন্য হুমকিস্বরূপ যাত্রা প্রতিরোধে সক্রিয়ভাবে কঠোর পদক্ষেপ বাস্তবায়ন করছি, যাতে বাংলাদেশের প্রতিটি নাগরিকের জন্য একটি নিরাপদ ও মর্যাদাপূর্ণ অভিবাসন পথে প্রবেশাধিকার নিশ্চিত করা যায়।’


ঢাকায় ভিসা আবেদন প্রক্রিয়াকরণের সিদ্ধান্ত নেওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টা অস্ট্রেলিয়া সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।


তিনি বলেন, ‘এটি বাংলাদেশি নাগরিকদের বিলম্ব ছাড়াই অস্ট্রেলিয়ার ভিসা পেতে সহায়তা করবে। আমি আশা করি, ভবিষ্যতেও এই ধরনের শক্তিশালী দ্বিপাক্ষিক সহযোগিতা অব্যাহত থাকবে। আসুন আমরা অবৈধ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধে আমাদের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখি। যাতে এমন একটি ভবিষ্যত নিশ্চিত করা যায়, যেখানে অভিবাসন হয় নিরাপদ, বৈধ ও সকলের জন্য উপকারী।’


অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি ও ঢাকায় অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুসান রাইল উপস্থিত ছিলেন।

আরও খবর