সংস্কারের দিকে তাকিয়ে থাকবে না নির্বাচন কমিশন: সিইসি বিশ্ব ব্যাংকের রিপোর্ট: দেশে ৩০ লাখ মানুষ নতুন করে দরিদ্র হতে পারে জবি রেজিস্ট্রারের পদত্যাগের দাবিতে কুশপুত্তলিকা দাহ, ২৪ ঘন্টার আল্টিমেটাম আদমদীঘিতে মাথার চুল কেটে গৃহবধূকে নির্যাতন, শাশুড়ি গ্রেপ্তার ববি রিসার্চ অ্যান্ড হায়ার এডুকেশন সোসাইটির নেতৃত্বে নুসরাত ও জাভেদ বগুড়ার শেরপুরে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন তরুণ দেশের ভেতরে নেতৃত্বের জন্য লোক খুঁজছে আওয়ামী লীগ রানা প্লাজা ট্র্যাজেডি: বিচার ও পুনর্বাসনের অপেক্ষায় এক যুগ, ভাগ্য বদলায়নি আহত শ্রমিকদের পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক লালপুরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ৩জন আহত মধুপুরে কৃষি উদ্যোক্তাদের নিয়ে কর্মশালা ॥ নিরাপদ আনারস আন্তর্জাতিক বাজারে নেওয়ার উদ্যোগ জাবিতে "সংগ্রামের শত রঙ" নামে জুলাই-বিপ্লবের আলোকচিত্র প্রদর্শনী প্রধান উপদেষ্টা কাতার থেকেই রোমে যাবেন : প্রেসসচিব বাঁধনের দৃষ্টিতে এক একটি মানুষ এক একটি ব্লাড ব্যাংক : নবীনবরণ অনুষ্ঠানে হল সভাপতি অভিযোগ নিয়ে যাওয়া শিক্ষার্থীকে বের করে দিলেন জবি রেজিস্ট্রার নাটোরের গুরুদাসপুরে ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে ৩টি মিনি পেট্রোল পাম্পকে ২৫ হাজার টাকা জরিমানা বগুড়ায় অনুমোদিত আইটি প্রশিক্ষণ কেন্দ্রে লুটপাট, আদালতে মামলা ঝিনাইগাতীতে আত্মনির্ভরশীল দলের সদস্যদের অংশগ্রহণমূলক মনিটরিং বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শ্রীমঙ্গলে মৌসুমের শেষ চা নিলামে চায়ের সর্বোচ্চ দাম উঠেছে কেজিপ্রতি ১৮৫০ টাকা সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত

জবির শহীদ সাজিদের চাচার ক্ষোভ প্রকাশ প্রশাসনের বিরুদ্ধে

জবি প্রতিনিধি


 

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ইকরামুল হক সাজিদের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে শাখা ইসলামি ছাত্রশিবির।  


শুক্রবার (২৮ মার্চ) টাঙ্গাইলের ধনবাড়িতে এই কবর জিয়ারত ও সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় শহীদের চাচা স্থানীয় প্রশাসনের উদাসীনতার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন জবি শাখা ছাত্রশিবিরের সভাপতি আসাদুল ইসলাম ও অর্থ সম্পাদক মাইন উদ্দিনের কাছে।



তিনি বলেন, “সাজিদ শুধু আমাদের পরিবারের নয়, পুরো গ্রামেরই ভালোবাসার মানুষ ছিল। তার শাহাদাতের কারণে শুধু তার পরিবার নয়, এই গ্রামের প্রতিটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের স্বপ্ন ভেঙে গেছে। অথচ প্রশাসনের পক্ষ থেকে শহীদের স্মরণে যথাযথ কোনো উদ্যোগ নেওয়া হয়নি।”


ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, “আগের ইউএনও কয়েকবার এলেও, নতুন ইউএনও দায়িত্ব নেওয়ার পর প্রথমবার কবর জিয়ারতে আসেন। সঙ্গে আনেন মাত্র এক প্যাকেট জুস ও এক কেজি কমলা। এ নিয়ে আমরা বড় ধরনের বিড়ম্বনায় পড়েছিলাম—না পারলাম ছোটদের খাওয়াতে, না পারলাম মসজিদের ইফতারিতে দিতে। এরপর  ২৭ মার্চ(বৃহস্পতিবার) তিনি আবার এলেন, এবার সঙ্গে আনলেন দুই কেজি চাল, এক প্যাকেট সেমাই ও এক কেজি চিনি। প্রশ্ন হলো, আমরা এসব নিয়ে কী করবো? তাঁরা বড় বড় প্যাকেট করে এসব নিয়ে আসেন, যাতে স্থানীয়রা মনে করে আমাদের অনেক কিছু দেওয়া হচ্ছে, কিন্তু বাস্তবে তা তুচ্ছ সহায়তার মতো মনে হয়।”


শহীদের পরিবারের দাবি, শুধু সাজিদের পরিবার নয়, পুরো গ্রাম তার শাহাদাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই রমজান বা ঈদ উপলক্ষে সাজিদের মাগফিরাত কামনা করে যদি ফুড প্যাকেজ বা চাল-ডাল বিতরণ করা হতো, তাহলে তা সবার জন্য উপকারী হতো। কিন্তু প্রশাসন এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি।


উল্লেখ্য এসময় শহীদ ইকরামুল হক সাজিদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয় এবং তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

Tag
আরও খবর