মিরসরাই উপজেলার ৫ নম্বর ওচমানপুর ইউনিয়নের কৃতি সন্তান, মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতের প্রধান পৃষ্ঠপোষক হেট্টিক সিআইপি মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপির উদ্যোগে উপজেলার সাড়ে ৩ শতাধিক মসজিদের ৪ শতাধিক ইমাম ও মুয়াজ্জিনকে ঈদ উপহার প্রদান করা হয়েছে। উপজেলার ১৬ টি ইউনিয়ন ও দুইটি পৌরসভার ৪ শতাধিক ইমাম ও মুয়াজ্জিনকে ঈদ উপহার হিসেবে আর্থিক সহায়তা প্রদান করা হয়। মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপির পক্ষে ইউনিয়ন ভিত্তিক মসজিদে মসজিদে এসব অনুদান তুলে দেন মহাজনহাট ফজলুর রহমান স্কুুল এন্ড কলেজের প্রফেসর মোহাম্মদ ফয়সাল, ফেরদৌস হোসাইন, কুতুব উদ্দিন তুষার, মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপির ভাই মেজবা উদ্দিন ও জাহেদ মিয়া।
এসময় বক্তব্য রাখেন বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন আনছারী, মিরসরাই প্রেস ক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম আনোয়ার হোসেন। অনুদান প্রদান পূর্বে ফিলিস্তিনের মুসলমান ও জিয়া উদ্দিন সিআইপির মা মরহুমা বিবি ফাতেমাসহ প্রবাসী ও দেশবাসীর জন্য দোয়া ও মোনাজাত করা হয়।
মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি বলেন, ইমাম ও মুয়াজ্জিনদের মসজিদ কর্তৃপক্ষ খুব সামান্য পরিমাণে বেতন দিয়ে থাকেন। ওই বেতনে তাদের কোনরকম জীবনযাপন করতে হয়। মুসলমানদের সর্ববৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। ঈদে যেন ইমাম ও মুয়াজ্জিনরা ভালোভাবে কাটাতে পারেন সেজন্য আমি আমার ক্ষুদ্র প্রচেষ্টা থেকে আর্থিক সহায়তা প্রদান করেছি। আগামীতেও মানবিক ও সামাজিক কর্মকান্ড অব্যাহত রাখবো। ইনশাল্লাহ।
উল্লেখ্য, মিরসরাইয়ের কৃতি সন্তান মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ, ইফতার সামগ্রী বিতরণ, ঈদ উপহার বিতরণ, মসজিদ ও মাদ্রাসায় অনুদান প্রদান, এতিম শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান প্রদানসহ নানা মানবিক ও সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছেন।
১ ঘন্টা ৫০ মিনিট আগে
২ ঘন্টা ১ মিনিট আগে
৭ ঘন্টা ১১ মিনিট আগে
৭ ঘন্টা ৩৮ মিনিট আগে
৮ ঘন্টা ১৯ মিনিট আগে
৯ ঘন্টা ৪৪ মিনিট আগে
১২ ঘন্টা ১৬ মিনিট আগে