কুলিয়ারচরে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত লালপুরে ঈদের নামাজ শেষে বিএনপি- আ. লীগ সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৫, আটক ৯ লালপুরে ঈদের নামাজ শেষে “জয় বাংলা স্লোগান” আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-২ ঈদে বাড়ি ফিরতে না পারা মাভাবিপ্রবি শিক্ষার্থীদের জন্য খাবারের ব্যবস্থা জয়পুরহাটে সাড়ে ৪শ ঈদগাহ্ মাঠে পবিত্র ঈদ-উল ফিতরের জামাত অনুষ্ঠিত ঈদের আনন্দের পূর্ণতা শিশুদের উদযাপনেই দিনাজপুরে দেশের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত শ্রীমঙ্গলে শাহী ঈদগাহ মাঠে ঈদের জামাতে মুসল্লিদের ঢল মধুপুরে অসহায় ও হতদরিদ্র ১০০ পরিবারের মাঝে ঈদ উপহার দিয়েছেন রক্তের বন্ধন স্বেচ্ছাসেবী সংগঠন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা শরীফ উদ্দিন পাঁচবিবি ছাত্রনেতার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন মুছাপুরে ১৫০টি দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ শ্রীমঙ্গলে ঈদ মিছিল অনুষ্ঠিত পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফটিকছড়িবাসী ও বিশ্বের সকল মুসলমানকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। রায়পুরে শীর্ষ ব্যবসায়ী, রাজনীতিবিদ, শিক্ষক ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সম্মানে ইফতার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক ঈদ বস্ত্র বিতরণ সম্পন্ন বাঘায় শিবির সেক্রেটারীকে মেরে হাত ভেঙ্গে দেয়ার অভিযোগ সুধীজনের সম্মানার্থে ‘শিকড় ঝিনাইগাতী’র ইফতার ও দোয়া মাহফিল জামালপুরে মাভাবিপ্রবি শিক্ষার্থীদের পুনর্মিলনী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। কচুয়ার পশ্চিম সহদেবপুর ইউনিয়ন জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সরকার পতনে জবির ৫ শিক্ষক-কর্মকর্তার বেতন বন্ধ

জবি প্রতিনিধি 


বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বিশ্ববিদ্যালয়ের আসতে পারে নি তৎকালীন প্রভাবশী অনেক শিক্ষক ও কর্মকর্তা। অনেকের বিরুদ্ধে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। নানা অভিযোগে বন্ধ করা হয়েছে বেতন। এরমধ্যে সাবেক প্রক্টর ও ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোস্তফা কামালসহ ৫ জনের বেতন বন্ধ করা হয়েছে।


বাকিরা হলেন, সাবেক সহকারী প্রক্টর নিউটন হাওলাদার, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক আবু সালেহ সেকেন্দার, জবি কর্মকর্তা সমিতির সভাপতি ডেপুটি রেজিস্ট্রার মো. কাজী মনির ও অর্থ দপ্তরের সহকারী পরিচালক সালাউদ্দীন মোল্লা কাদের।


তবে তাদের ভিতর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক আবু সালেহ সেকেন্দারের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি, বিভাগীয় শিক্ষকদের বিরুদ্ধে অসদাচরণের, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সিনিয়র অধ্যাপক-ডিনদের বিরুদ্ধে অসদাচারণসহ নৈতিক স্খলনের অভিযোগে গত ১৭ নভেম্বর তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এজন্য তার বেতন অর্ধেক বন্ধ রয়েছে। বাকিদের রাজনৈতিক কারণে বেতন বন্ধ করা হয়েছে।


এছাড়া বিভিন্ন কারণে বেতন বন্ধ রয়েছে আরো ৫ শিক্ষক-কর্মকর্তার। এর ভিতরে আইন বিভাগের শিক্ষার্থী অবন্তিকার আত্মহত্যার ঘটনায় গত বছরের মার্চে সাময়িক বরখাস্ত হন ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক দ্বীন ইসলাম। এজন্য তার বেতন অর্ধেক বন্ধ রয়েছে। অন্যদিকে ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের এক নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগে একই বিভাগের প্রভাষক আবু শাহেদ ইমনকে গত বছরের ২৪ মার্চ সাময়িক বরখাস্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এজন্য তার বেতন অর্ধেক বন্ধ রয়েছে। 


এছাড়া বিনা অনুমতিতে বিদেশ ভ্রমণ সংক্রান্ত বিষয়ে তদন্ত চলমান থাকায় ৪ বছর ধরে দর্শন বিভাগের সহকারী অধ্যাপক সোচনা শোভার বেতন বন্ধ আছে। একই বিভাগের আরেক সহকারী অধ্যাপক শামীম আরা পিয়া বিদেশে গিয়ে শিক্ষা ছুটির মেয়াদ শেষ হওয়ার পর এখনো ফিরে না আসায় গত নভেম্বর থেকে তার বেতন সাময়িক বন্ধ রয়েছে। তবে তিনি ফের শিক্ষা ছুটি চেয়ে আবেদন করেছেন। তার আবেদন অনুমোদনের প্রক্রিয়াধীন রয়েছে। অন্যদিকে দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে এসে অফিস না করেও বেতন নেয়ার অভিযোগে ডেপুটি রেজিস্টার জিনাত জেরিন সুলতানার বেতন পুরোপুরি বন্ধ করা হয়ে।


বেতন বন্ধের বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের অর্থ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম বলেন, এ পর্যন্ত তিনজন কর্মকর্তা ও দুজন শিক্ষকের বেতন বন্ধ আছে। কয়েকজনকে নিয়ে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী বিষয়ে বলা যাবে।


বেতন বন্ধ হওয়ার বিষয়ে সাবেক প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, ৫ আগস্টের পর আমি ক্যাম্পাসে গেছি। এরপর হঠাৎ করে শারীরিকভাবে খুবই অসুস্থ্য (স্ট্রোকে) হয়ে পড়ি। এখনো সুস্থ্য হতে পারিনি। বিশ্ববিদ্যালয়ে ছুটির জন্য আবেদন করেছি। এর ভিতর আমার বেতন বন্ধের খবরে খুবই মর্মাহত হয়েছি। পরিবার নিয়ে চলা কষ্টকর। তিনি আরো বলেন, আমি ক্যাম্পাসে যেতে চাই। শ্রেণিকক্ষে ফিরতে চাই।


জবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শারমিন বলেন, কয়েকজনের বেতন বন্ধ আছে। আর কারও যদি বেতন বন্ধ হয় সেটা প্রশাসনিকভাবে হবে। কয়েকজনকে নিয়ে তদন্ত হচ্ছে এবিষয়ে অবগত আছি।


জবি উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, এ তালিকায় আরও নাম আসবে। বিষয়টি প্রসেসিংয়ে আছে। একটা তদন্ত কমিটি গঠন হয়েছে।

Tag
আরও খবর