কিশোর চালককে বস্তা কিনতে পাঠিয়ে ভ্যান নিয়ে চম্পট, থানায় অভিযোগ
কিশোর চালককে বস্তা কিনতে পাঠিয়ে ভ্যান নিয়ে চম্পট, থানায় অভিযোগ
যশোরের ঝিকরগাছায় থাই গ্লাস আনতে হবে বলে ভ্যান ভাড়া করে বাজারে নিয়ে কিশোর চালককে ভুল বুঝিয়ে বস্তা কিনতে পাটিয়ে সেই ভ্যান নিয়ে চম্পট দিয়েছ ৭০ বছরে এক বৃদ্ধ চোর।
পরে ফিরে এসে ভ্যান ও যাত্রী কাউকে না পেয়ে কাঁদতে কাঁদতে বারবার জ্ঞান হারিয়েছে ভ্যান চালক সিয়াম(১৫) নামে এক কিশোর।
দুইদিন ধরে বিভিন্ন স্থানে খোজাখুজি পরে না পেয়ে উপার্জনের একমাত্র উপায় ভ্যানটি ফিরে পেতে ঝিকরগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে ওই ভ্যান চালক কিশোর।
সিয়াম উপজেলার মাটিপুকুর গ্রামের বাদসা মিয়ার ছেলে।
অভিযোগের ভিত্তিতে জানাগেছে,চালক সিয়াম গত ১ লা এপ্রিল ভ্যান নিয়ে ঝিকরগাছা বাজারে গেলে ৭০ বছর বয়সের এক ব্যক্তি থাইগ্লাস আনতে হবে বলে তাকে ভাড়া করে। পথিমধ্যে দুপুর ১ টার দিকে তাকে থামিয়ে টাকা দিয়ে ওই বৃদ্ধা একটি বস্তা কিনে আনতে বলে।সিয়াম সরল বিশ্বাসে ভ্যান রেখে বস্তা কিনতে যাই।ফিরে এসে ভ্যান এবং সেই যাত্রী বৃদ্ধ কাউকে না পেয়ে সে ঘটনাস্থলের আশেপাশে খোঁজাখুঁজি করে না পেয়ে বাড়িতে ফিরে যায়।পরে তার একমাত্র উপার্জন মাধ্যম ভ্যানটি ফিরে পেতে ঝিকরগাছা থানায় একটি অভিযোগ করেন।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবলুর রহমান জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ভিকটিম যাতে ভ্যানটি ফিরে পায় সে ব্যাপারে পদক্ষেপ গ্রহন করা হবে বলে তিনি জানান।