রাজবাড়ীতে ক্রুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ১
রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার আলোচিত নিরব শেখ হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৫ এপ্রিল) গভীর রাতে কালুখালী থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে উপজেলার বাগলপুর এলাকা থেকে মো. মিজান শেখ (২২) কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মিজান কালুখালী উপজেলার বাগলপুর গ্রামের টেন্ডু শেখের ছেলে।
উল্লেখ্য, গত ২৩ মার্চ কালুখালীর পদ্মা নদীর একটি এলাকায় কোমরে প্লাস্টিকের বস্তা বাঁধা অবস্থায় নিরব শেখের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং পুলিশ হত্যার রহস্য উদঘাটনে তৎপরতা শুরু করে।
শনিবার (৬ এপ্রিল) সকালে রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোছা. শামীমা পারভীন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, “ঘটনার পর থেকেই আমরা তদন্ত শুরু করি। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হত্যাকান্ডে জড়িত থাকার প্রমাণ পেয়ে অভিযুক্ত মিজানকে গ্রেপ্তার করা হয়েছে।”
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত মিজান হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তবে তদন্তের স্বার্থে বিস্তারিত কিছু এখনই বলা যাচ্ছে না।
এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং দ্রুত সময়ের মধ্যে মামলার তদন্ত শেষ করে আদালতে চার্জশিট দাখিল করা হবে বলে পুলিশ জানায়।