আশাশুনি প্রেসক্লাবে ভাঙ্গন এলাকা পরিদর্শন শেষে মতবিনিময়ে সভা ও সংবাদ সম্মেলন নিখোঁজের ২৪ ঘন্টা পর নদীতে ভেসে উঠে সাজিমের লাশ ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যার প্রতিবাদে পাটকেলঘাটায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাগরপুরে গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত দিনাজপুরে স্ত্রীকে অমানবিক নির্যাতনের অভিযোগ ফিলিস্তিনে ইসরায়েলি অব্যাহত গণহত্যায় বাংলাদেশের নিন্দা আঞ্চলিক ছয় দেশকে সতর্কতা জারি করলো ইরান ইসরায়েলি হত্যাযজ্ঞের প্রতিবাদে মিছিল-স্লোাগানে উত্তাল মৌলভীবাজার প্ল্যাকার্ডে শো ইসরায়েল দ‍্য রেড কার্ড কক্সবাজার সহ দেশের বিভিন্ন স্হানে বিক্ষোভ ও সমাবেশ ইউসেপ পরিচালিত রংপুরে দুই স্কুলের ৭০জন এসএসসি পরীক্ষার্থীদের বিদায় “গ্লোবাল স্ট্রাইক ফর গাজা”: রাজশাহী কলেজে ধর্মঘট ও মানববন্ধন পাল্টা শুল্ক স্থগিত করতে ট্রাম্পকে প্রধান উপদেষ্টার চিঠি শার্শার বেলতলায় রাতের আঁধারে সরকারি গাছ কর্তনের অভিযোগ রাজবাড়ীতে ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষব মিছিল। উলিপুরে শিশুর প্রতীকী লাশ বহন করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রী নিহত আহত ২ পশ্চিম সুন্দরবনে মধু আহরণ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান রাজবাড়ীর গোয়লন্দে পুলিশের অভিযানে তিন চাঁদাবাজসহ মাদক কারবারী গ্রেফতার। দিনাজপুরে ফিলিস্তিনে ইসরায়েলের নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে হরতাল ও বিক্ষোভ কর্মসূচি শাহজাদপুরের আলোচিত মুহুরি আনিসুর গ্রেফতার, স্বস্তিতে এলাকাবাসী

গাজায় গণহত্যা : জবিতে নো ওয়ার্ক কর্মসূচি, ক্লাস-পরীক্ষা স্থগিত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিশ্বব্যাপী ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষকরা নো ওয়ার্ক কর্মসূচি এবং শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে। রোববার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করে জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিঞ্জপ্তিতে এ তথ্য জানানো হয়। সংহতি প্রকাশ করে আজ সোমবার বিশ্ববিদ্যালয়ে নো ওয়ার্ক কর্মসূচি ঘোষণা করেছে প্রশাসন। বিঞ্জপ্তিতে বলা হয়, ফিলিস্তিনের গাজায় ইসরাইলের অব্যাহত বর্বর হামলার প্রতিবাদে আগামীকাল সোমাবার (৭ এপ্রিল) জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কর্তৃক গৃহীত সকল কর্মসূচীর সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন একাত্মতা ঘোষণা করছে। শিক্ষক সমিতির নো ওয়ার্ক কর্মসূচি: গাজায় মুসলমানদের ওপর চলমান বর্বরোচিত হামলার প্রতিবাদে জানিয়ে 'নো ওয়ার্ক' কর্মসূচি ঘোষণা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (জবিশিস)। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন বলেন, গাজায় মুসলমানদের ওপর এ বর্বরোচিত হামলা সহ্য করা যায় না। আমরা গাজাবাসীর প্রতি সহমর্মিতা জানিয়ে এ কর্মসূচি নিয়েছি। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমাদের এ উদ্যোগে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানাচ্ছি। ক্লাস-পরীক্ষা বর্জন শিক্ষার্থীদের: এদিকে বিশ্বব্যাপী আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে গতকাল রোববার দুপুর থেকেই বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেন। সন্ধ্যার মধ্যে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে স্পষ্ট বিবৃতি দেওয়া হয়। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা, ম্যানেজমেন্ট স্টাডিজ, নৃবিজ্ঞান, রসায়ন, ইসলামিক স্টাডিজ, সমাজবিজ্ঞান, আইন, রাষ্ট্রবিজ্ঞান, ফিন্যান্স, চারুকলা অনুষদসহ বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউট রয়েছে। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আরমান হোসেন বলেন, গাজায় যে গণহত্যা চলছে তাতে পুরো বিশ্ব নিরব দর্শক। বিশেষ করে মুসলিম দেশগুলোর অন্তত কোনো একটি পদক্ষেপ নেওয়া উচিত ছিল। একটি দেশের উপর নির্বিচারে হামলা চালানো হচ্ছে, অগণিত শিশু-নারী হত্যা করা হচ্ছে। যা মানবাধিকার লঙ্ঘন। কিন্তু জাতিসংঘ কোনো পদক্ষেপ নিচ্ছে না। গাজাবাসীর জন্য একমাত্র আল্লাহই শেষ ভরসা। আমরা দূর থেকে দোয়া করে, যেকোনো ভাবে প্রতিবাদ করে নিজেদের অবস্থান জানাচ্ছি। একারণে ক্লাস-পরীক্ষা বর্জন করা হয়েছে। পাশাপাশি গণহত্যার প্রতিবাদে সকল কর্মসূচির সঙ্গে সংহতি জানাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. তাজাম্মুল হক বলেন, গাজায় বর্বরোচিত হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি একাত্মতা পোষণ করে নো ওয়ার্ক কর্মসূচি পালন করছে। সেক্ষেত্রে ক্লাস-পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। স্থগিত মিটিং ও ক্লাস-পরীক্ষার পরবর্তী সিডিউল জানতে চাইলে তিনি বলেন, আজ সকাল ৯টা ও ১০টার দিকে মিটিং ছিল। সেগুলো স্থগিত করা হয়েছে। পরবর্তীতে আলেচনা করে মিটিংগুলো অনুষ্ঠিত হবে। আর এখন কোনো পরীক্ষা নেই। ক্লাস গুলো পরবর্তীতে বিভাগের শিক্ষকরা নিতে পারবেন।

Tag
আরও খবর