সোমবার (৭ এপ্রিল) দুপুরে যশোরের অভয়নগরের নওয়াপাড়া শহরে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটি যশোর-খুলনা মহাসড়কের নওয়াপড়া বাজার মসজিদের সামনে থেকে স্টেশন বাজার পর্যন্ত, অতঃপর নওয়াপাড়া পীরবাড়ি প্রদক্ষিণ করে অবশেষে নওপাড়া শংকরপাশা স্কুল মাঠে শেষ হয়।বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন
মুকাররাম হুসাইন,এইচ এম মহসিন, মাওলানা হাসান ইকবাল মাওলানা জাকারিয়া হুসাইন,মাওলানা আবু তলহা, মুফতী ইসমাঈল হুসাইন রাহমানী,মুফতী রফিকুল ইসলাম হুসাইনী।
সভাপতিত্ব করেন,হাফেজ মাওলানা গোলাম মাওলা। বক্তারা ইসরাইলি পন্যসামগ্রি পরিহার করে দেশী পণ্য সংগ্রহ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভয়নগর থানা শাখা হেফাজত ইসলামের সাধারণ সম্পাদক, মাওলানা মাসুম বিল্লাহ,অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন,মুফতী সুহাইল আহমাদ ও মাওলানা হাবিবুর রহমান।