শ্যামনগরে সম্পত্তি রক্ষার দাবীতে সংবাদ সম্মেলন
শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের জয়াখালী গ্রামের মোছাঃ হাসিনা বেগম শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
লিখিত সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি বলেন যে, তার স্বামী মোঃ সিরাজুল হকের নামে থাকা সম্পত্তির ওপর প্রতিবেশীরা জোরপূর্বক দখলের চেষ্টা করছেন এবং বিভিন্নভাবে হুমকি-ধামকি দিচ্ছেন। বৃহস্পতিবার (১০ এপ্রিল)দুপুর ১২টায় উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন । তিনি বলেন ১৯৯৭ সালের ১৬ জুন তার স্বামী উপজেলার কৈখালী ইউপির ৭৫নং মৌজায় ডিপি-২১৪৬ ও ২২৭৮ নং খতিয়ানে ৬৭৩১, ৬৭৩৮ ও ৬৭৩৪ দাগে মোট ০.৬২ শতক জমি রেজিস্ট্রি কোবালা দলিলের মাধ্যমে স্থানীয় বাসিন্দা মোঃ আব্দুল মজিদ কাগুচী তার পরিবারের নিকট বিক্রয় করেন। দীর্ঘদিন ধরে তারা ঐ জমি ভোগদখল ও চাষাবাদ করে আসছেন। কিন্তু সম্প্রতি দুস্কৃতকারীরা ভিটাবাড়ির ওপর জবরদখলের চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তিনি।
তিনি জানান, গত ২৮ মার্চ সকালে বাড়িতে না থাকার সুযোগে প্রতিপক্ষরা নির্মাণাধীন ভবনের মালামাল নিয়ে যান। এছাড়া গত ৯ এপ্রিল সকালে প্রতিপক্ষরা অমিমাংসিত জমির সীমানা থেকে বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলেন এবং সেগুলো আত্মসাৎ করেন। এর প্রতিবাদ করলে তাকে গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি দেন বলে দাবি করেন হাসিনা বেগম।
তিনি এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।
ছবি- শ্যামনগরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন হাসিনা বেগম।
১ ঘন্টা ১৩ মিনিট আগে
৩ ঘন্টা ৫৫ মিনিট আগে
৪ ঘন্টা ১৮ মিনিট আগে
৭ ঘন্টা ২৯ মিনিট আগে
১২ ঘন্টা ৪৫ মিনিট আগে
১৪ ঘন্টা ১৭ মিনিট আগে