জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গোবিন্দগঞ্জ বাজার সংলগ্ন গেইটে লেখা নেই বিশ্ববিদ্যালয়ের নাম। বিশ্ববিদ্যালয়ের গেইট এবং গেটের আশপাশটা সবর্ত্র লাগানো রয়েছে বিএনপির পোস্টার ও ব্যানারে।
এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।
ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী লিটন আকন্দ এক পোস্ট এ লেখেন, ‘ডিপিপি পাস হলে কি এ গেটের ব্যানার লাগানো হবে? প্রক্টর স্যারকে উদ্দেশ্য করে বলছি, ক্যাম্পাসের সর্বজনীন বিষয়ে তদারকি করা আপনার দায়িত্ব। এই ব্যানারটা সেন্ট্রাল প্রোগ্রামে লাগানো কথা ছিল। বাট আপনার অবহেলার কারণে এখন অবধি লাগানো হয়নি। গুরুত্বপূর্ণ জায়গা থেকে এসব কাজে অবহেলা করলে ওই জায়গাগুলো ছেড়ে দিন। আমরা আশা রাখি আগামী রবিবারের মধ্যে গেট ক্লিয়ার যেন হয়।’
সেখানে সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী শামিম আকন্দ মন্তব্যে করেন, ‘এখনো ডিপিপির কোনো আপডেট নেই, লোগো ও বাসের আপডেট নেই! লাইব্রেরিতে নেই কোনো ডিপার্টমেন্টের পর্যাপ্ত বইয়ের সমারোহ, নেই কোনো সাহিত্যিক বই বা কোনো ধর্মচর্চার বই, খেলাধুলার জন্য নেই কোনো সুশৃঙ্খল ব্যবস্থা, প্রতিটা দায়িত্বই যেন অবহেলায় ভরপুর।
কেউ বলতে পারবে না যে “আমি পরিপূর্ণ দায়িত্ব পালন করছি। ছেলেদের হলের দিকে তাকানো যায় না, রুমের দেয়াল থেকে রং ছিটকে ছিটকে পড়ে, হল প্রভোস্ট বানিয়ে রেখেছে রাতের অন্ধকারে। অযোগ্যরা গুরুত্বপূর্ণ জায়গায় বসলে যা হয় আর কি।
’
সিএসই বিভাগের শিক্ষার্থী মনির আহমেদ মন্তব্য করেন, ‘এইটার জন্য হয়রানির স্বীকার হয়েছেন আমাদের গেস্ট টিচার। রাস্তা চিনতে পারেন নাই বলে পরে তিনি মেলান্দ দিয়ে ঘুরে এসেছেন। স্যারেরা এই রাস্তা দিয়ে আসে প্রতিদিন, একবার ও চোখে পড়ে না। একটা রুচির মধ্যে ও তো পরে। দেখতেই কীরকম লাগে। নাম নাই ঠিকই, ছাত্রদলের ব্যানার ঠিকই আছে।’
ইইই বিভাগের শিক্ষার্থী অর্পণ চাকলাদার নামের আরেক শিক্ষার্থী মন্তব্য করেন, ‘এইটা নিয়া দুইদিন আগেও দুঃখ প্রকাশ করলাম। লোগো, এই ব্যানার এবং মেইন গেট এ প্রস্তাবিত লিখা ব্যানার যেন এই সপ্তাহেই ঠিক করে দেয়। সাধারণ ছাত্র হিসেবে অনুরোধ রইলো। আসন্ন গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, তার মাঝে অনেকেরই সিট পড়বে এইখানে। এইটা ঠিক না করলে তো ক্যাম্পাসই চিনবে না, আশা করি উনারা বিষয় টা দেখবেন।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. মোহাম্মদ সাদীকুর রহমান বলেন, ‘আমাদের লোগো তৈরিতে বিলম্ব হওয়ার কারণে গেইটে নামের ব্যানার লাগানো হয়নি। তবে শিক্ষার্থীদের দাবির কারণে আমরা লোগো ছাড়াই লাগাবো।’ বিশ্ববিদ্যালয়ের গেটের সাথে রাজনৈতিক ব্যানারের বিষয়ে তিনি বলেন, ‘দ্রুত এ বিষয়ে আমরা আলোচনা করবো।’