প্রিয়জন সামাজিক সেবামূলক সংগঠনের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের পাগলা বাজারে প্রিয়জন সামাজিক সেবামূলক সংগঠনের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
১৯ শে এপ্রিল (শনিবার) রাত ৯ ঘটিকার সময় পাগলা বাজারের একটি অফিসে সংগঠনটি ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে।
প্রিয়জন সামাজিক সেবামূলক সংগঠনের সভাপতি কবীর আহমদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পশ্চিম পাগলা ইউনিয়নের (বর্তমান চেয়ারম্যান) জগলুল হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন (সাবেক ইউ/পি সদস্য) আব্দুল আউয়াল। (বর্তমান ইউ/পি সদস্য) জফরুল হক। (উপজেলা উলামা দলের সভাপতি) মোঃ সজিব আহমদ। (উপজেলা যুবদল কর্মী) সিজিল আহমদ রনি, গণমাধ্যম কর্মী এমডি ইমরানুল হাসান।
উপস্থিত ছিলেন (সহ-সভাপতি) সিরাজ মিয়া,(সহ-সাংগঠনিক সম্পাদক) গোলাম রব্বানী, (কোষাধ্যক্ষ) রাজিব আচার্য্য, (দপ্তর সম্পাদক) রুহুল মিয়া, (প্রচার সম্পাদক) সামির আহমদ, ( সহ-প্রচার সম্পাদক) শামিম আহমদ।
সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন তোয়েল আহমদ,ফজর উদ্দিন, শাহিন মিয়া,আমীর উদ্দিন,নাসির মিয়া,মুহিবুর রহমান প্রমূখ।