ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবিরের উদ্যোগে ক্যারিয়ার গাইড লাইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র নজরুল কলা ভবনের গগণ হরকরা গ্যালারীতে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মো. নুরুল ইসলাম সাদ্দাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম ও ব্যবসায় শিক্ষা সম্পাদক মো. শহীদুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের গ্রিন ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান, ইবি শাখা শিবিরের সভাপতি মাহামুদুল হাসান, সেক্রেটারি ইউসুব আলীসহ ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কয়েকশতাধিক নেতাকর্মী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মো. নুরুল ইসলাম সাদ্দাম বলেন, "আমাদের আইটি সেক্টরে দক্ষ হতে হবে, দক্ষতার ক্ষেত্রে পশ্চিমারা যতটা আপডেট আমরা ততটা পিছিয়ে। আগে জেনারেশন চেঞ্চ হতে ৫০-৬০ বছর লেগেছে, কিন্তু এখন তথ্য-প্রযুক্তির উৎকর্ষতার সাথে সাথে এতো বেশি রোবোটিক্স সিস্টেমের দিকে, সিগন্যালিক সিস্টেমের দিকে এ সোসাইটি এগিয়ে যাচ্ছে যে জেনারেশন চেঞ্জ হতে সময় লাগে ৫ বছর। আমরা যদি লেখাপড়ার মান, কারিগরি শিক্ষা ও শিক্ষাপদ্ধতি চেঞ্জ না করি বেকারত্বের হার অনেক বেশি বেড়ে যাবে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে এরকম কোনো পদক্ষেপ নেই, ইউজিসিতে কিছু গদবাঁধা মাথা বসে আছে, বিশ্ববিদ্যালয় শিক্ষকগুলো রাজনীতি নিয়ে ব্যস্ত, এ দেশ কোন দিক থেকে এগোবে!! বিশ্বের সাথে তাল মিলিয়ে যদি বিশ্ববিদ্যালয়গুলোর কারিকুলাম না চলে সেখানে কাকে নিয়ে কিভাবে দেশ গড়বো।
আমরা ইসলামী সংগঠন হিসেবে দায়বদ্ধতার জায়গা থেকে তার লায়বিলিটির জায়গাগুলো খুঁজে বের করার চেষ্টা করছি। বিশ্বের দরবারে একটা জাতিকে উন্নত করতে গেলে, মাথা উঁচু করে দাঁড়াতে হলে একাডেমিক এক্সিলেন্সির কোনো বিকল্প নেই। বিশ্বে আজ যারা রাজত্ব করছে তাদের ক্ষেত্রে একাডেমিক এক্সিলেন্সি বড় নিয়ামক শক্তি হিসেবে ভূমিকা পালন করছে।"
৫ ঘন্টা ৬ মিনিট আগে
৫ ঘন্টা ২০ মিনিট আগে
৫ ঘন্টা ২৭ মিনিট আগে
৬ ঘন্টা ১৪ মিনিট আগে
৭ ঘন্টা ২৭ মিনিট আগে
৭ ঘন্টা ৩৯ মিনিট আগে
১৫ ঘন্টা ১৮ মিনিট আগে