সুবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু ২৫ এপ্রিল, বাস্তবায়নে মতবিনিময় সভা
আগামী ২৫ এপ্রিল থেকে সারাদেশে একযোগে ১৯ টি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে গুচ্ছ ভর্তি পরীক্ষা। এরমধ্যে সিলেট বিভাগের একমাত্র কেন্দ্র হাওরবাসীর স্বপ্নের সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সফলভাবে বাস্তবায়নের লক্ষে মতবিনিময় সভা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন৷
মঙ্গলবার(২২ এপ্রিল) সকাল ১১ টায় শান্তিগঞ্জস্থ এফআইভিডিবির হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিজাম উদ্দিন।
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. হারুন অর রশিদের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) সুনজিত কুমার চন্দ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. সেখ আব্দুল লতিফ, সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন শরিফী, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর জ্যোতির্ময় দাস, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা, সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউটের ইন্সট্রাক্টর মো. আমিনুর রহিম, সুনামগঞ্জ সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আবুল কালাম আযাদ, শান্তিগঞ্জ থানার ওসি তদন্ত ইরফানুর রহমান ও শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সারফুদ্দিন, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. মোবারক হোসেন, রসায়ন বিভাগের চেয়ারম্যান রাশেদ মাহমুদ, বিভাগীয় চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন ওয়াদুদ, আব্দুল মজিদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুদুর রউফ পল্লব, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল হকসহ আরও অনেকে।
মতবিনিময় সভায় সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, আগামী ২৫ এপ্রিল থেকে ৩টি ইউনিটে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (সুবিপ্রবি) গুচ্ছ ভর্তি পরিক্ষা শুরু হবে৷ এবছর সিলেট বিভাগের একমাত্র কেন্দ্র সুবিপ্রবি। জিএসটি গুচ্ছভূক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ৩ হাজার ৩শত ৯৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন।
এরমধ্যে ২৫ এপ্রিল সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউট অনুষ্ঠিত হবে 'সি' ইউনিটের পরীক্ষা। এতে অংশ নেবেন ২শত ২৩ জন শিক্ষার্থী। ২ মে শান্তিগঞ্জের আব্দুল মজিদ কলেজ ও সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউটে অনুষ্ঠিত হবে 'বি' ইউনিটের পরীক্ষা এতে ৯ শত ২২ জন শিক্ষার্থী অংশনেবেন। এবং ৯ মে সুনামগঞ্জ টেক্সটাইল, আব্দুল মজিদ, সুনামগঞ্জ সরকারি কলেজ ও সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজে 'এ' ইউনিটের গুচ্ছভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে৷ এতে ২ হাজার ৮ শত ৫৪ জন শিক্ষার্থী অংশগ্রহন করবে৷ গুচ্ছভর্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন করতে উপাচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন সুনামগঞ্জবাসীর সহযোগীতা চেয়েছেন।