মিরসরাই উপজেলার মিরসরাই সদর ইউনিয়নের মজহারুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ৪ সদস্যের এডহক কমিটির অনুমোদন দিয়েছে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এতে বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা মরহুম আজহারুল হক চৌধুরী নওশা মিয়ার পুত্র মো. মনোয়ার হোসেন চৌধুরী রাফেলকে সভাপতি মনোনীত করা হয়েছে। ২২ এপ্রিল চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড. বিপ্লব গাঙ্গুলী স্বাক্ষরিত মজহারুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর প্রেরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়। তাছাড়া মোহাম্মদ শিহাব উদ্দিনকে শিক্ষক সদস্য, মো. নজরুল ইসলাম চৌধুরীকে অভিভাবক সদস্য এবং পদাধিকারবলে প্রধান শিক্ষক হেদায়েত উল্ল্যাহ চৌধুরীকে সদস্য সচিব করা হয়।
প্রসঙ্গত, মজহারুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যাবলী পরিচালনার জন্য চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রবিধানমালা-২০২৪ এর প্রবিধান ৬৪ অনুসারে ৬ মাসের জন্য এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়।
মজহারুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি মো. মনোয়ার হোসেন চৌধুরী রাফেল বলেন, আমাকে সভাপতি মনোনীত করায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার বাবা অনেক স্বপ্ন নিয়ে এই বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। তার অপূর্ণ থাকা স্বপ্নগুলো আমি বাস্তবায়ন করার চেষ্টা করবো পাশাপাশি বিদ্যালয়ের পড়াশোনার মান ও এসএসসিতে ভালো ফলাফল অর্জনের জন্য কাজ করে যাবো।
৩ ঘন্টা ৫৭ মিনিট আগে
৫ ঘন্টা ৪৮ মিনিট আগে
৫ ঘন্টা ৫১ মিনিট আগে
৫ ঘন্টা ৫৩ মিনিট আগে
৬ ঘন্টা ২১ মিনিট আগে