আক্কেলপুরে বেড়েছে ডায়রিয়া রোগী,স্যালাইন সংকট হাসাপাতালে.
জয়পুরহাটের আক্কেলপুর ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেড়েছে ডায়রিয়া রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ১৯ জন ডায়রিয়া রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে শিশু ও নারীর সংখ্যা বেশি। দেখা দিয়েছে সরকারি কলেরা স্যালাইনের তীব্র সংকট।
কর্তৃপক্ষের দাবি, চাহিদা দিয়েও মিলছে না পর্যাপ্ত স্যালাইন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, গত ২৭ থেকে ২৮ এপ্রিল সকাল ১১টা পর্যন্ত জরুরি বিভাগে এসে ডায়রিয়ার চিকিৎসা নিয়েছেন ১৯ জন। এর মধ্যে সাতজন শিশু, সাতজন নারী ও পাঁচজন পুরুষ। শুধু ডায়রিয়া রোগে ভর্তি আছেন ২৭ জন (২৮ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত)।
ডায়রিয়ায় আক্রান্ত রোগীরা জানান, ভর্তি হওয়ার পর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সামান্য স্যালাইন পাওয়া গেছে। অতিরিক্ত স্যালাইন বাইরে থেকে কিনে নিতে হচ্ছে।
স্বাস্থ্য কমপ্লেক্সে খোঁজ নিয়ে জানা গেছে, কলেরার স্যালাইনের জন্য সর্বশেষ চাহিদা দেওয়া হয়েছিল চার হাজার। এর মধ্যে এক হাজার মিলিলিটারের স্যালাইন দুই হাজার ও ৫০০ মিলির স্যালাইন ।
মোট চাহিদার মধ্যে পাওয়া গেছে মাত্র ৬০০টি। ইতিমধ্যেই ৩০০ স্যালাইন রোগীদের সরবরাহ করা হয়েছে।
রাশেদ নামের এক ভর্তি রোগী বলেন, ভর্তির সময় হাসপাতাল থেকে দুটি স্যালাইন পেয়েছি। পরে তিনটি স্যালাইন বাইরে থেকে কিনে এনেছি। এখন আরো দুটি স্যালাইন কিনে আনার জন্য চিকিৎসক লিখে দিয়েছেন।
আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আসিফ আদনান জানান, অন্য সময়ের তুলনায় তিন গুণ বেশি ডায়রিয়ার রোগী। ২৬ জন রোগীর বিপরীতে তিনজন চিকিৎসক সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন। চাহিদার তুলনায় সীমিতসংখ্যক কলেরার স্যালাইন সরবরাহ পাওয়ায় কোনো রকমে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। এ কারণে রোগীদের বাইরে থেকে স্যালাইন কিনতে হচ্ছে।