নির্বাচনের তারিখ বিষয়ে আমরা দেখতে চাইনা প্রধান উপদেষ্টা কথা বদলাবেন, আমরা আস্থা রাখতে চাই যে, তিনি তার কথার ওপর থাকবেন : ডা. শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আমি নির্বাচন করবো কিনা এটা আপনারা ঠিক করবেন। প্রধান উপদেষ্টা বলেছেন এ বছরের ডিসেম্বর থেকে আগামী বছর জুনের ভেতরে নির্বাচন দিবেন। আমরা দেখতে চাই যে তিনি তার কথার ওপর ঠিক থাকবেন। আমরা দেখতে চাইনা যে, তিনি কথা বদলাবেন। আমরা আস্থা রাখতে চাই যে, আশা করি তিনি তার কথার ওপর থাকবেন। এখন ছয় মাসের এই রেঞ্জের মধ্যে কখন সুইটেবল হবে। দুইটা মাস সকল বিবেচনায় সুইটেবল হতে পারে। যেহেতু কিছু সংস্কারের প্রশ্ন জড়িত রয়েছে একটু সময় লাগবে। এজন্য ডিসেম্বরের মধ্যে হতে পারে আবার নাও হতে পারে। এজন্য এখানে ফিফটি চান্স। এজন্য আমরা বলেছি যে ফেব্রুয়ারির মাঝামাঝি ইলেকশন হলে ভালো। একান্ত যদি এক দুই মাস লাগে আমাদের একথা কুরআনের কোনো আয়াত নয় যে, বদলানো যাবে না। তাহলে নেক্সট সুযোগটা হতে পারে রোজার পর পর এপ্রিল মাস, এরপরে গেলে এদেশে নির্বাচন করা খুবই জটিল হবে। কারণ আমাদেও দেশের আবহাওয়া সাধারণত ভালো থাকনা বৃষ্টি কালবৈশাখির আশঙ্কাকাসহ হজের একটা ব্যাপার থাকে। এসব কিছু মিলিয়ে ডিসেম্বরের ভেতরে নির্বাচন দিতে হবে। দেশব্যাপী গণসংযোগ পক্ষ উপলক্ষে মঙ্গলবার দুপুরে মৌলভীবাজারের জুড়ী উপজেলা চত্বরে উপজেলা জামায়াত আয়োজিত দাওয়াতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জুড়ী উপজেলা জামায়াতের আমীর আব্দুল হাই হেলালের সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. আজিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ডা. শফিকুর রহমান আরও বলেন, আল্লাহ বলেছেন, ক্ষমতা দেওয়া ও কেড়ে নেওয়ার মালিক আমি। তাই ক্ষমতার জন্য লড়াই নয়, মানবতার জন্য লড়াই আমাদের দায়িত্ব। তবে এটাও ভাববেন না, জামায়াতকে দায়িত্ব দিলে তারা তা গ্রহণ করবে না। আল্লাহ যদি চান, জনগণের অন্তরে ভালোবাসা সৃষ্টি হলে, আল্লাহই সে ব্যবস্থা করে দেবেন। মনে রাখবেন শুধু প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি, গ্রামের মেম্বার, কাউন্সিলর কিংবা মেয়র হওয়ার জন্য আমাদের লড়াই নয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের সিলেট মহানগরী আমীর ফখরুল ইসলাম, সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, মৌলভীবাজার জেলা আমীর ইঞ্জিনিয়ার এম শাহেদ আলী, মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, মৌলভীবাজার জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, সেক্রেটারি প্রিন্সিপাল ইয়ামির আলী, বড়লেখা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম, মৌলভীবাজার পৌর জামায়াতের আমীর হাফেজ তাজুল ইসলাম, জেলা উলামা বিভাগের সেক্রেটারি হাফেজ নজমুল ইসলাম।
আরও বক্তব্য দেন জুড়ী উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানালোকমান হোসেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল্লাহ আল মামুন সুরমান, উপজেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য লুৎফুর রহমান আজাদী, মাওলানা আব্দুল কাদির, জায়ফরনগর ইউনিয়ন জামায়াতের আমীর এড. শাখাওয়াত হোসাইন, উপজেলা ইন্ডাস্ট্রিয়ালিজ অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সহ-সভাপতি মুজিবুর রহমান আজিজী প্রমুখ।
২ ঘন্টা ১৮ মিনিট আগে
৪ ঘন্টা ১৩ মিনিট আগে
৪ ঘন্টা ৩৪ মিনিট আগে
৯ ঘন্টা ৪২ মিনিট আগে
১১ ঘন্টা ৫৮ মিনিট আগে
১ দিন ১ ঘন্টা ২৪ মিনিট আগে
১ দিন ৩ ঘন্টা ০ মিনিট আগে