মুন্সি শাহাব উদ্দীন, (চট্টগ্রাম) লোহাগাড়া থেকে।
লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের উত্তর জলদাস পাড়ায় ২৬ মে সোমবার রাত ১ টার সময় পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে সাড়ে ৫৭ লিটার চোলায় মদ সহ তিন কারবারীকে আটক করতে সক্ষম হয়। আটককৃতরা হল ঐ এলাকার তুফান জলদাসের পুত্র বাবুল জলদাস, হরিলাল জলদাসের পুত্র আশীষ জলদাস, ভাটিরাম জলদাসের পুত্র কমল জলদাস। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উত্তর জলদাস পাড়ায় কমল জলদাসের গৃহে অভিযান পরিচালনা করে। এসময় তাদের গৃহের পার্শ্ববর্তী বাগানে তাবুর নিচে লুকিয়ে রাখা কমল জলদাসের নিকট হতে ২২ লিটার,আশীষ জলদাসের নিকট হতে ১৫.২৫ লিটার, বাবুল জলদাসের নিকট হতে ২০.২৫ লিটার চোলায় মদ জব্দ করেন। লোহাগাড়া থানা পুলিশ কর্তৃক উদ্বারকৃত চোলায় মদ সহ আটককৃতদের বিরুদ্ধে যথাযথ আইনে মামলা দায়েরক্রমে তাদেরকে ২৭ মে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। বিষয়টি ওসি লোহাগাড়া থানা নিশ্চিত করেন।
৪ ঘন্টা ৫৫ মিনিট আগে
৪ ঘন্টা ৫৮ মিনিট আগে
৫ ঘন্টা ৬ মিনিট আগে
৫ ঘন্টা ১৩ মিনিট আগে
৫ ঘন্টা ১৬ মিনিট আগে
৬ ঘন্টা ৩ মিনিট আগে
৭ ঘন্টা ১৬ মিনিট আগে
১৩ ঘন্টা ৫৪ মিনিট আগে