আরিয়ান দত্তের শর্ট ডেলিভারিতে কাট করে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে চার মেরে শুরুটা করেন লিটন দাস। পরবর্তীতে একের পর এক চার-ছক্কায় রীতিমতো ব্যাট হাতে ঝড় তুললেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক। ৬ চার ও ২ ছক্কায় ২৬ বলে করলেন হাফ সেঞ্চুরি। পঞ্চাশ ছোঁয়ার পর বাংলাদেশকে জেতাতে খুব বেশি সময়ও নিলেন না তিনি।
তাসকিন আহমেদের ৪ উইকেটের সঙ্গে লিটনের ৫৪ রানের ইনিংসর সঙ্গে সাইফ হাসানের ৩ ছক্কায় ১৯ বলে ৩৬ রানের ক্যামিওতে প্রথম টি-টোয়েন্টিতে সহজ জয় পেয়েছে বাংলাদেশ। নেদারল্যান্ডসকে ৮ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেল স্বাগতিকরা।
সংক্ষিপ্ত স্কোর
নেদারল্যান্ডস— ১৩৬/৭ (২০ ওভার) (ম্যাক্স ও’ডাউড ২৩, বিক্রমজিৎ ৪, তেজা ২৬, এডওয়ার্ডস ১২, শারিজ ১৫; তাসকিন ৪/২৮, সাইফ ২/১৮)
বাংলাদেশ— ১৩৮/২ (১৩.৩ ওভার) (ইমন ১৫, তানজিদ ২৯, লিটন ৫৪*, সাইফ ৩৬*)
১২ দিন ২০ ঘন্টা ১৪ মিনিট আগে
১৫ দিন ১৮ ঘন্টা ৬ মিনিট আগে
২৫ দিন ১৫ ঘন্টা ৩৯ মিনিট আগে
২৬ দিন ২০ ঘন্টা ৩১ মিনিট আগে
২৯ দিন ১৩ ঘন্টা ৪৮ মিনিট আগে
৩৪ দিন ৫ ঘন্টা ১৪ মিনিট আগে
৪২ দিন ২২ ঘন্টা ৩ মিনিট আগে
৪৮ দিন ৯ ঘন্টা ২৩ মিনিট আগে