মাগুরার শ্রীপুরে নানান কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে ৫ অক্টোবর সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে শ্রীপুর উপজেলা চত্বর থেকে একটি র্যালী বের হয়ে উপজেলা চত্বরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
এ সময় আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যার্নাজী।
অনুষ্ঠানে শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার অধিকারীর সঞ্চালনায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল গণি।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়জুর রহমান লাভু, লাঙ্গলবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকিরুল ইসলাম, শ্রীকোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাইদ, বরিশাট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রসেন কুমার সাহা, সারঙ্গদিয়া আব্দুল মজিদ জোয়ার্দার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গোলাম আজম মিয়া, কাদিরপাড়া আলীম মাদ্রাসা অধ্যক্ষ আব্দুল হালিম, নবগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আক্কাস আলী প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা শিক্ষকদের বিভিন্ন যৌক্তিক দাবি তুলে ধরে বক্তব্য রাখেন।
আলোচনা সভায় উপজেলার ৪১ টি মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
১ ঘন্টা ৪৭ মিনিট আগে
১ ঘন্টা ৪৮ মিনিট আগে
৩ ঘন্টা ২০ মিনিট আগে
৩ ঘন্টা ৪০ মিনিট আগে
১০ ঘন্টা ৩৮ মিনিট আগে
১৪ ঘন্টা ২১ মিনিট আগে
১৪ ঘন্টা ২৭ মিনিট আগে