ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ ৩০ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার শেরপুর জেলা সফর করেন। সফরকালে তিনি জেলার বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করে সেবার মানোন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
দিনব্যাপী সফরে বিভাগীয় কমিশনার প্রথমে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয় পরিদর্শন করেন। সেখানে তিনি জেলা প্রশাসনের চলমান কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং জনগণের প্রতি প্রদত্ত সেবার মান আরও উন্নত করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরে তিনি শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, সদর উপজেলা ভূমি অফিস এবং শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। এসব স্থানে তিনি সেবার গুণগত মান বৃদ্ধি, দাপ্তরিক কার্যক্রমে স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি, এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে সার্বিক নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে তিনি দপ্তরগুলোর প্রতি সন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শনকালে শেরপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমানসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
৭ ঘন্টা ০ মিনিট আগে
৭ ঘন্টা ১০ মিনিট আগে
৭ ঘন্টা ১৩ মিনিট আগে
৭ ঘন্টা ১৪ মিনিট আগে
৮ ঘন্টা ১ মিনিট আগে
৮ ঘন্টা ১০ মিনিট আগে