ভোটাররা যাতে নির্বিঘ্নে ও স্বাধীনভাবে ভোট দিতে পারে: শেরপুরে ইসি আলমগীর শেরপুরে বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরা- ৪ আসনে মনোনয়ন বঞ্চিত জাপা নেত্রীর আওয়ামী লীগ প্রার্থীর বাড়িতে গিয়ে ফুল দিয়ে বরণ পোশাক শিল্প খাতে কাস্টমস ক্লিয়ারেন্স দ্রুততর করার তাগিদ বিজিএমইএর লোহাগাড়ায় পদুয়াতে আগুনে পুড়ল আট দোকান। গলাচিপায় ১৪৪ ধরা ভঙ্গ করে জোরপূর্বক ধান কেটে নিলো প্রতিপক্ষরা বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী জাতিসংঘের স্বেচ্ছাসেবকদের অবদানের প্রশংসা করেছেন দ্বাদশ জাতীয় সংসদ উপলক্ষে কামরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা। শাহীনের সব বাড়লেও কমেছে কৃষি জমি! সাগরতীরের ঝাউবন থেকে ডাকাত চক্রের ৮ সদস্য আটক: অস্ত্র উদ্ধার কক্সবাজারে শ্পেশলাইজড সার্চ এন্ড রেসকিউ ইকুইপমেন্ট বিষয়ক প্রশিক্ষণ শুরু টেকনাফে ৫শ ৬০ক্যান বিদেশী বিয়ার ও ৭৫বোতল মদসহ আটক-১: পলাতক-৪ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র সহ দুই জন আটক জীবিকার পসরা সাজিয়ে ভ্যান গাড়ি নিয়ে ঘুরছেন বিক্রেতারা চট্টগ্রাম মহানগর যুবলীগের সাথে এমপি লতিফের মতবিনিময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন স্বতন্ত্র এমপি প্রার্থী দুলাল বিশ্বাস শেঁকড়ের সন্ধানে ভারত থেকে বাংলাদেশে চিত্রশিল্পি অনিন্দ্য রায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শ্যামনগর সদর ইউপি আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা শাজাহানপুরে শিক্ষা উপকরণ ও দুস্থদের মাঝে টিউবওয়েল, সেলাই মেশিন বিতরণ শরীয়তপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন

৩০ ও ৩১ জানুয়ারি চট্টগ্রাম কাস্টমস হাউজসহ সারাদেশে ও শুল্ক স্টেশনে কর্মবিরতির হুমকি



আগামী ২৮ জানুয়ারির মধ্যে কাস্টমস এজেন্ট লাইসেন্সিং বিধিমালা সংশোধন, সিপিসি ও এইচএসকোড সংক্রান্ত ভুলের কারণে শতকরা ২০০ থেকে ৪০০ ভাগ জরিমানা রহিতসহ বিভিন্ন দাবি মানা না হলে ৩০ ও ৩১ জানুয়ারি চট্টগ্রাম সহ সারা দেশের সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশনে দুই দিন কর্মবিরতি পালন করা হবে।

২৪ জানুয়ারি চট্টগ্রাম কাস্টমস  এজেন্ট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক  কাজী মাহামুদুর ইমাম  ( বিলু) স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি এসোসিয়েশনের সকল  সদস্যদের অবহিত করা হয় ।

এর আগে গত শনিবার (২১ জানুয়ারি) ঢাকার নিউ বেইলি রোডের সি এন্ড এফ  ফেডারেশনের  কার্যালয়ে  সংগঠনের সভাপতি আলহাজ্ব শামছুর রহমানের সভাপতিত্বে ও মহাসচিব সুলতান হোসেন খান এর সঞ্চালনায় এক  সভায় ঢাকা, চট্রগ্রাম, মংলা, বেনাপোল, সোনা মসজিদ, হিলি, ভোমরাসহ বিভিন্ন শুল্ক স্টেশনের সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত এ বিষয়ে এ  সিদ্ধান্ত নেয়া হয়।


সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, কাস্টমস এজেন্ট লাইসেন্সিং বিধিমালা-২০১৬ জারির পর ফেডারেশনের পক্ষ থেকে বারবার প্রয়োজনীয় সংশোধনের জন্য অনুরোধ জানানো হলেও তা আমলে নেওয়া হয়নি। এরপর কাস্টমস এজেন্ট লাইসেন্সিং বিধিমালা-২০২০ প্রণয়নের সময়েও ফেডারেশনের সঙ্গে আলোচনার প্রস্তাব দেওয়া হলেও তা গুরুত্ব না দিয়েই বিধি জারি করা হয়েছিল।


দেশের সব সিঅ্যান্ডএফ এজেন্টের মৌলিক অধিকার খর্ব হওয়ায় ফেডারেশনের পক্ষ থেকে ২০২২-২৩ অর্থবছরের বাজেট প্রস্তাবনায় অন্তর্ভুক্ত করার জন্য লাইসেন্সিং রুলের কয়েকটি বিধি ও উপবিধি সংশোধনীর প্রস্তাব দেওয়া হলেও বাজেট প্রস্তাবনায় কোনো সংশোধনী আনা হয়নি।


এ বিষয়ে গত বছরের ২৮ জুলাই জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব একেএম নূরুল হুদা আজাদ এর নেতৃত্বে দ্বি-পাক্ষিক আলোচনা হয়েছিল। বৈঠকে লাইসেন্সিং বিধিমালা-২০২০ এর কিছু ধারা সংশোধনের বিষয়ে সম্মত্তি জ্ঞাপন করলেও অদ্যবধি কোন কার্যকনী ব্যবস্থা গ্রহণ করা হয়নি।


সংশোধনী প্রস্তাবে জানানো হয়, শুল্ক মূল্যায়ন বিধিমালা-২০০০ যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। এইচএস কোড ও সিপিসি ভুলের কারণে জরিমানা আরোপ ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আদেশ ও বিধিবিধান বাতিল করতে হবে। অযৌক্তিক কারণে সিঅ্যান্ডএফ এজেন্টদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে লাইসেন্সিং বিধিমালা ও কাস্টমস আইন ১৯৬৯-এর ধারা ২০৯ মোতাবেক কাজ না করে এবং সিঅ্যান্ডএফ এজেন্টদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ বা শুনানির সুযোগ না দিয়েই এআইএন লক করা বা লাইসেন্স বাতিল করা বা কোনো দোষ প্রমাণিত না হলেও জরিমানা আরোপের মতো নিবর্তনমূলক কাজ বন্ধ করতে হবে। আমদানিকারকদের কাছে পাওনা অনাদায়ী থাকার কারণে সিঅ্যান্ডএফ এজেন্টের লাইসেন্স স্থগিত রাখা যাবে না।


সংশোধনী প্রস্তাবে আরও জানানো হয়, আমদানি-রফতানি পণ্য চালান খালাসকালে কায়িক পরীক্ষা সম্পাদিত হয়নি অথবা প্রথমবার কায়িক পরীক্ষা সম্পাদনকালে কোনো পণ্য চালানে ঘোষণাবহির্ভূত পণ্য পাওয়া গেলে সেক্ষেত্রে সিঅ্যান্ডএফ এজেন্টদের বিরুদ্ধে মিথ্যা ঘোষণার অভিযোগ উত্থাপন করা যাবে না। শুধু আমদানিকারক ও শিপিং এজেন্টের বিরুদ্ধে মিথ্যা ঘোষণার অভিযোগ উত্থাপন ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যাবে।

ফেডারেশনের নেতারা  জানান , বর্তমান   লাইসেন্সিং রুলের বাধ্যবাধকতার কারণে সিএন্ডএফ এজেন্টরা স্বাভাবিক ভাবে ব্যবসা পরিচালনা করতে পারছেন না। সিএন্ডএফ এজেন্টরা সরকারের রাজস্ব আদায়ে সহযোগিতা করে থাকেন। জনগণের রাজস্বের টাকায় শুল্ক কর্মকর্তাদের বেতন ভাতা দেয়া হয়। কিন্তু তারা আমাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে থাকেন। বর্তমান লাইসেন্সিং বিধিমালা সংশোধন ব্যতিত সিএন্ড এজেন্টদের  মৌলিক অধিকার খর্ব করা হচ্ছে। শুল্ক বিভাগের নিযুক্ত সহকারি রাজস্ব অফিসার (এআরও), রাজস্ব অফিসার (আর.ও), সহকারি কমিশনার (এসি), উপ-কমিশনারগণের (ডিসি) আচরণ খুবই বিদ্বেষপূর্ণ। বাংলাদেশ যে একটি স্বাধীন রাস্ট্র এটা সম্পর্কে ধ তাদের কোন জ্ঞান আছে বলে তাদের কর্মকান্ডে মনে হচ্ছে না। আমরা ব্যবসায়িক পরিমন্ডলে চরমভাবে নিগৃত হচ্ছি। এইচএসকোড, সিপিসি আলোচনার বিষয় কিন্তুু শুল্ক কতৃর্পক্ষ শতকরা ২০০-৪০০ ভাগ জরিমানা করতে বেশি আগ্রহী।


রাজস্ব আহরণ নির্বিঘ্নে রাখার স্বার্থে এনবিআরকে দ্রুতই এ দাবিগুলো নিয়ে যৌথ সভা আহ্বান করে আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করতে অনুরোধ জানিয়েছে সংগঠনটি। উল্লেখ্য, এর আগেও দাবি না মানায় গত বছরের ৭ জুন সারা দেশে কর্মবিরতি পালন করেছিল ফেডারেশনের আওতাভুক্ত সকল সিএন্ডএফ এজেন্ট  এসোসিয়েশন। 

আরও খবর




নির্বাচনে থাকবে সেনাবাহিনীও

২০ ঘন্টা ৪৪ মিনিট আগে