ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। ইতোমধ্যে এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্য থেকে দুজন বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
শনিবার (৪ মার্চ) দুপুরে এক সংবাদ সম্মেলনে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহম্মেদ ভুঞা এ ঘটনার বিস্তারিত তুলে ধরেন।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, ফজর আলী (২২), আলমগীর হোসেন (২৪), শাহজাহান (২৬), শহিদ মিয়া (৩৮) ও রাসেল মিয়া। তাদের অধিকাংশই ইটভাটার শ্রমিক।
নিহত ব্যক্তির নাম ফাহিমা। তিনি স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী ছিলেন।মাছুম আহম্মেদ ভুঞা জানান, ভুক্তভোগী ফাহিমা গত ২৪ ফেব্রুয়ারি দিনগত রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে যায়। এ সময় বাইরে ওত পেতে থাকা শাহজাহানসহ তার সঙ্গীরা ফাতেমাকে মুখ চেপে ধরে তুলে পাশের আখখেতে নিয়ে যায়। সেখানে সংঘবদ্ধ ধর্ষণের পর তাকে হত্যা করে তারা। পরে মরদেহ ঝুলিয়ে রাখে। সকালে ফাহিমার মরদেহের সন্ধান মেলে।
৪ ঘন্টা ৫০ মিনিট আগে
২১ ঘন্টা ১৫ মিনিট আগে
২২ ঘন্টা ২৫ মিনিট আগে
১ দিন ২৯ মিনিট আগে
১ দিন ১ ঘন্টা ৫০ মিনিট আগে