চট্টগ্রাম নগরের বিমানবন্দর সড়কের মেঘনা অয়েলের সামনে যাত্রীবাহী বাসকে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় রেলওয়ের কর্মীসহ তিন জন নিহত হয়েছেন।
গতকাল সোমবার (৬ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম রেলওয়ের পুলিশ সুপার মো. হাসান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন— রেলের পয়েন্টসম্যান মো. আজিজুল হক (৩০), আসাদুজ্জামান (৩০) ও মিটন কান্তি দে (২৫)। আসাদুজ্জামান ও মিটন বাসযাত্রী ছিলেন।
রেলওয়ের পুলিশ সুপার মো. হাসান চৌধুরী বলেন, মেঘনা অয়েলে তেলভর্তি ওয়াগন আনার জন্য যাচ্ছিল একটি ট্রেনের ইঞ্জিন। এ সময় সংকেত দেওয়া হলেও তা উপেক্ষা করে যাত্রীবাহী মিনিবাস রেললাইনের ওপরে উঠে যায়। তখন ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় রেলের পয়েন্টসম্যানসহ তিন জন নিহত হন। দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশিক বলেন, হাসপাতালে আনার পথে রেলের এক কর্মীসহ তিন জন মারা গেছেন। তাদের লাশ মর্গে রয়েছে।
১ ঘন্টা ০ মিনিট আগে
১ ঘন্টা ১ মিনিট আগে
১ ঘন্টা ২ মিনিট আগে
১ ঘন্টা ৩ মিনিট আগে
৩ ঘন্টা ২৫ মিনিট আগে
৬ ঘন্টা ৩৩ মিনিট আগে
৬ ঘন্টা ৫০ মিনিট আগে
৬ ঘন্টা ৫৬ মিনিট আগে