◾ নিউজ ডেস্ক
অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে এক কোটি পরিবারকে রেশন কার্ড দেওয়া হবে। যার মাধ্যমে ন্যয্যমূল্যে চাল, ডাল, তেল ও চিনি কেনা যাবে ৩০ টাকা কেজিতে।
রবিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভায় দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি চাই না, আমার দেশের মানুষ কোনোরকম কষ্ট পাক। সেই ব্যাপারে যথেষ্ঠ ব্যবস্থা নেওয়া হচ্ছে। কারণ রাজনীতি করিইতো তাদের জন্য। জানি না, আল্লাহ বাঁচিয়ে রেখেছেন বারবার, হয়তো এদেশের কল্যাণের জন্য, এদেশের মানুষের জন্যই।’
একুশের আগস্টে গ্রেনেড হামলায় বেঁচে ফেরাদের নতুন জন্ম হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আজকে একুশে আগস্ট। হ্যাঁ, সেদিন আমাদের নতুন জন্ম হয়েছে; যারা সেদিন র্যালিতে ছিলাম। কিন্তু আমাদের দায়িত্ব জনগণের প্রতি। আর সেই দায়িত্ব যতক্ষণ পর্যন্ত নিশ্বাস আছে, পালন করে যাবো; সেটাই হচ্ছে আজকের প্রতিজ্ঞা।
তিনি বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার ধাক্কা মোকাবিলায় সবার সহযোগিতা কামনা করে বলেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার যে ধাক্কা আমাদের ওপর এসেছে, তা থেকে দেশের মানুষকে কীভাবে রক্ষা করবো, সেটাই আমাদের চিন্তা। এজন্য সকলের সহযোগিতাও দরকার। শুধু সমালোচনা আর কথা বললেইতো হবে না। সবাইকে কাজও করতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, নুরুল ইসলাম নাহিদ, জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমসহ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
১০ ঘন্টা ২৩ মিনিট আগে
১ দিন ৫০ মিনিট আগে
৬ দিন ১৫ ঘন্টা ৩১ মিনিট আগে
৬ দিন ১৫ ঘন্টা ৪০ মিনিট আগে
৭ দিন ১৩ ঘন্টা ৪৪ মিনিট আগে
৭ দিন ১৩ ঘন্টা ৫৬ মিনিট আগে
৮ দিন ৪ ঘন্টা ২২ মিনিট আগে
৮ দিন ৭ ঘন্টা ৪৬ মিনিট আগে