ভারতের ৫০ সেনাকে হত্যার দাবি পাকিস্তানের আ.লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে অবস্থান জুমার পরও চলবে: হাসনাত ছাত্রদের সঙ্গে একাত্মতা প্রকাশ ইলিয়াস কাঞ্চনের জেপিবির শার্শায় সাজাপ্রাপ্ত আসামী ও মাদক ব্যবসায়ীসহ আটক-৩ দুর্যোগ বিষয়ক মহড়া সাগর পাড়ের জীবন যুদ্ধ ঝিনাইদহের কালীগঞ্জে ৪ টি ব্যবসা প্রতিষ্ঠানে ভয়াবহ আগুন সাবেক মেয়র আইভি গ্রেফতার সাতক্ষীরায় বিএসটিআই অনুমোদিত লাইসেন্স না থাকায় দুই ড্রিংকিং ওয়াটার মালিককে জরিমানা খুবিতে প্রফেসর দীপক কামাল মেমোরিয়াল স্কলারশিপ পেলন ১৬ শিক্ষার্থী মানবতার সেবায় রেড ক্রিসেন্টের ভূমিকা অতুলনীয় - চট্টগ্রাম সিটি মেয়র আ. লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থানের ঘোষণা ঝিনাইগাতীতে অবৈধভাবে বালু উত্তোলনের ১৬টি টাওয়ারসহ পাইপ ধ্বংস, ১টি ট্রাক ও ২টি মাহিন্দ্র জব্দ বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টার কাইয়ুমের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে, অভিযোগ পদবঞ্চিত নেতাদের কৃষ্ণনগরে কালিকাপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসায় এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত নিয়মিত ক্রু মিটিং বাস্তবায়ন করায় পুরস্কার পেলেন বাকৃবির রোভার স্কাউট লিডার প্রথমবারের মতো ইন্টার্নশিপ পেল বাকৃবির মাৎস্যবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আশাশুনিতে অঙ্কনের মাধ্যমে প্রতিবন্ধীদের সম্পদ ও ঝুঁকি চিহ্নিত করণ কর্মশালা পীরগাছায় ভাবীর হোটেলে ১৯৯টাকায় পাওয়া যাবে একটি মোটরসাইকেল ভারতের ১৫ শহরে ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের, দাবি দিল্লির লালপুরে তথ্য চাওয়ায় সাংবাদিককে হুমকি ও মিথ্যা মামলার ভয়।।

শাহজাদপুরে অপহরণের ৩ দিন পর নেপিয়ার ঘাস ক্ষেত থেকে এক শিশুর লাশ উদ্ধার, ৩ জন আটক



 শাহজাদপুরে অপহরণের ৩ দিন পর রিদওয়ান (১১) নামের এক শিশুর ক্ষতবিক্ষত লাশ নেপিয়ার ঘাসের ক্ষেত থেকে উদ্ধার করেছে শাহজাদপুর থানা পুলিশ।

নিহত শিশু রিদওয়ান উপজেলার রতনকান্দি উত্তরপাড়ার মোমিরুল মোল্লার ছেলে ও হাবিবুল্লাহনগর কিন্ডার গার্ডেনের ২য় শ্রেণীর ছাত্র। ৪০ দিন পূর্বে তার একটি বোন ভুমিষ্ট হয়। সে ৩ দিন যাবত নিখোঁজ ছিল, এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।


আজ সোমবার (২০ মার্চ) সকাল ৮টায় শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল ইসলামের নেতৃত্বে আটককৃতদের নিয়ে তাদের তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল উপজেলার পোতাজিয়া ইউনিয়নের যোদুর বিলের নেপিয়ার ঘাসের ক্ষেত থেকে শিশু রিদওয়ানের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়।


গ্রেফতারকৃতরা হলো, একই গ্রামের আলাউদ্দিনের ছেলে ইমরান হোসেন স্বাগর (১৮), জলিলের পুত্র নাঈম (২৪) ও পার্শ্ববর্তী জিগারবাড়িয়া গ্রামের হালিমের ছেলে সাখাওয়াত।


জানা যায়, রতনকান্দি উত্তরপাড়া গ্রামের মোমিরুল মোল্লার ছেলে রিদওয়ান গত শুক্রবার ১৭ মার্চ বিকাল থেকে বিকাল থেকে নিখোঁজ হয়। একই দিন রাত আনুমানিক ১টায় একটি অজ্ঞাত নাম্বার থেকে কল করে মোমিরুল কে জানায় ছেলে পেতে হলে ৫০ হাজার টাকা দিতে হবে।


পরদিন আবারও একই নাম্বার থেকে কল করে ছেলের বিনিময়ে ১০ হাজার টাকা দাবি করা হয়। পরে বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা প্রদান করে মোমিরুল মোল্লা।


বিষয়টি স্থানীয় ইউপি সদস্য আব্দুর রাজ্জাক সহ স্থানীয় ব্যাক্তি দের জানালে তাদের পরামর্শে মোমিরুল মোল্লা বাদী হয়ে শনিবার অজ্ঞাত আসামীদের নামে শাহজাদপুর থানা একটি অপহরণ মামলা করেন।


এই বিষয়ে শাহজাদপুর থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ সাজ্জাদুর রহমান বলেন, অপহরণ ও মুক্তিপন আদায়ের বিষয়ে অবহিত হয়ে স্থানীয়দের সহযোগীতায় থানা পুলিশের অভিযানে প্রতিবেশী সাখাওয়াত ও নাঈম নামের ২জনকে গ্রেফতার করা হয়।


জিজ্ঞাসাবাদ শেষে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহযোগীতায় ঢাকা থেকে স্বাগর নামের একজনকে গ্রেফতার করা হয়। আজ শিশু নাঈমের লাশ পোতাজিয়া ইউনিয়নের যোদুর বিলের নেপিয়ার ঘাষের ক্ষেত থেকে উদ্ধার করা হলো। ৩দিন অতিবাহিত হয়ে যাওয়ায় লাশটি সম্ভবত শেয়াল কুকুর দ্বারা বাম হাত নিখোঁজ ও মাথার একটি অংশসহ মুখমন্ডল ক্ষতিগ্রস্থ্য ছিল।


তিনি আরও জানান, আটককৃত আসামীরা জিজ্ঞাসাবাদে শিশু রিদওয়ানকে অপহরণ করে হত্যার কথা স্বীকার করে হত্যাকান্ডের বর্ণনা দেয়। পরিচিত হওয়ায় সহজেই তাকে শুক্রবার বিকালে পোতাজিয়া ইউনিয়নের যোদুর বিলে নিয়ে যায়। পরে শিশু রিদওয়ানকে গাঁজা সেবন করায়।


গাঁজা সেবনের পর শিশু রিদওয়ান অস্বাভাবিক হয়ে পড়লে সন্ধ্যা ঘনিয়ে এলে একজন নিচে ফেলে দেয়, এরপর গামছা দিয়ে ২ জন গলায় পেচিয়ে টেনে ধরে অপরজন রিদওয়ানের পা চেপে ধরে। এসময় শিশু রিদওয়ান চিৎকার দিলে একজন তার মুখ চেপে ধরে, কিছু সময়ের মধ্যেই শিশু রিদওয়ান নিস্তেজ হয়ে পড়ে। মৃত্যু নিশ্চিত হয়ে ৩ জন মিলে রিদওয়ানের লাশ নেপিয়ার ঘাষের ক্ষেতে নিয়ে ফেলে দেয়।


ময়নাতদন্তের জন্য শিশু রিদওয়ানের লাশ সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এই ঘটনায় শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও খবর