জামালপুরের ইসলামপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছেন বকুল মণ্ডল (৫৫) এবং তাঁর দশম শ্রেণিতে পড়ুয়া ছেলে রুবেল মিয়া। তাঁরা উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নাপিতেরচর নতুন শাহপাড়া গ্রামের বাসিন্দা।
শনিবার (১৩ এপ্রিল) বিকাল পোনে ৬টার দিকে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করা হয়।
আহত বকুল মণ্ডলের ছোটো ভাই আকুল মণ্ডল বলেন, 'ওইদিন বিকালে টিনসেড বসতঘর মেরামত করার সময় ঘরের বেড়া বিদ্যুৎতায়িত হয়। এতে বাবা-ছেলে উভয়ই গুরুতর আহত হন।
আহতাবস্থায় স্বজনরা তাদেরকে উপজেলা হাসপাতালের জরুরি বিভাগে আনলে কর্তব্যরত চিকিৎসক শামী আক্তার প্রাথমিক চিকিৎসা দেন। বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এ এ এম আবু তাহের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'বিদ্যুৎস্পৃষ্টে আহত হয়ে বাবা ও ছেলে চিকিৎসাধীন রয়েছেন। তাঁরা আশঙ্কামুক্ত। আশা রাখি, সুস্থ হয়ে দ্রুত তাঁরা বাড়ি ফিরবেন।'
১ ঘন্টা ৪৫ মিনিট আগে
৩ ঘন্টা ৪৭ মিনিট আগে
১১ ঘন্টা ১১ মিনিট আগে
১৩ ঘন্টা ২১ মিনিট আগে
১৩ ঘন্টা ২৯ মিনিট আগে
১৩ ঘন্টা ৩৮ মিনিট আগে
১৩ ঘন্টা ৫৪ মিনিট আগে
১৫ ঘন্টা ৯ মিনিট আগে