মণিরামপুরে ট্রাকের বডি বিদ্যুতায়িত হয়ে রায়হান হোসেন (২০) নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার বোয়ালিয়া উত্তর পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত রায়হান উপজেলার ধোনার গ্রামের হোসেন আলীর ছেলে। তিনি জয়নগর কওমি মাদ্রাসার ছাত্র ছিলেন।
রায়হানের মামাতো ভাই বুলবুল আহমেদ বলেন, মাদ্রাসা বন্ধ থাকায় এলাকায় ট্রলিতে করে বালি ফেলার কাজ করছিলেন রায়হান। রোববার দুপুরে কাজ শেষে বোয়ালিয়া উত্তর পাড়ায় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন তিনি। এ সময় রাস্তা দিয়ে একটি ট্রাক পার হতে যেয়ে সামনের অংশ রাস্তার উপর দিয়ে যাওয়া বিদ্যুৎ লাইনের তারে স্পর্শ লেগে ট্রাক আটকে যায়। এতে ট্রাকের বডি বিদ্যুতায়িত হয়ে পড়ে। রায়হান তার সরিয়ে ট্রাক মুক্ত করতে উপরে উঠছিলেন। তিনি ট্রাকে হাত দেওয়া মাত্রই বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
মণিরামপুর থানার ওসি শেখ মনিরুজ্জামান বিদ্যুৎ স্পর্শে যুবকের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
৪৮ মিনিট আগে
৪৯ মিনিট আগে
৬ ঘন্টা ৫১ মিনিট আগে
১৩ ঘন্টা ৫৬ মিনিট আগে
১৩ ঘন্টা ৫৭ মিনিট আগে
১৯ ঘন্টা ১৩ মিনিট আগে
১৯ ঘন্টা ১৪ মিনিট আগে
১৯ ঘন্টা ১৫ মিনিট আগে