কোম্পানীগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ইশতিয়াক আহমেদ নাটোরে বিএনপি নেতাকে থানা থেকে ছিনিয়ে নিলো নেতাকর্মীরা কালিগঞ্জে মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত: ভ্রাম্যমাণ আদালতে ৩৫ হাজার টাকা অর্থদণ্ড ‘বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে সিঙ্গাপুর মডেল অনুসরণ করা প্রয়োজন’ ডোমারে ব্লাড ব্যাংক-জোড়াবাড়ীর পরীক্ষা সামগ্রী বিতরণ রহমতের বৃষ্টি চেয়ে কমলগঞ্জে ইস্তিসকার নামাজ আদায় ডোমারে নববর্ষ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গাজায় গণহত্যার প্রতিবাদে ডোমারে ছাত্রদলের মানববন্ধন ফিলিস্তিনে খুনি ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে গোমস্তাপুরে ছাত্রদলের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ ইসরায়েলি নৃশংসতার বিরুদ্ধে কুবিতে ছাত্রদলের প্রতিবাদ সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানের ১১০ কেজি হরিণের মাংস সহ ১ চোরাশিকারী আটক বেনাপোল সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে বিভিন্ন ভারতীয় মালামাল জব্দ ফিলিস্তিনে গণহত্যা, নৃশংস ও বর্বরোচিত হামলার প্রতিবাদে আশাশুনির কাদাকাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ আশাশুনিতে বাংলাদেশ স্কাউটস দিবস পালন হাসিনাকে ফেরানোর বিষয় যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা বিনিয়োগের এমন অনুকূল পরিবেশ আর হয়নি: প্রধান উপদেষ্টা ঝিনাইগাতীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন, ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজধানীতে ৮ দফা দাবি জানিয়ে কৃষি ডিপ্লেমা শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বর্জন উপদেষ্টার পদত্যাগের দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল বিদায় নিতে মন না চাইলেও বিদায় নিতে হচ্ছে: রাজন কুমার

জোয়ার আসলেই পানিতে ভাসে মোরেলগঞ্জ টেকসই বেড়িবাঁধ ছাড়া মুক্তি নেই

  পূর্ণিমা ও অমাবস্যার জোয়ার আসলেই    মোরেলগঞ্জ পানির নিচে চলে যায়, পানিবন্দি হয়ে পড়েন হাজার হাজার মানুষ, জোয়ারের পানি নামতে প্রায় ৩ থেকে ৪ ঘণ্টা সময় লাগে, এ দীর্ঘ সময় দুর্বিসহ অবস্থার মধ্যে থাকতে হয়- মোরেলগঞ্জে এমন দৃশ্য প্রায় ৩০ বছরের  পুরানো। ফি বছর এ পানির স্তর বেড়েই চলেছে সমুদ্র উপকূলবর্তী এ জনপদে। বিজ্ঞানীদের বক্তব্য  থেকে আমরা সবাই  জানি যে, বৈশ্বিক  উঞ্চতা ও জলবায়ুর  পরিবর্তনজনিত কারণেই  এমনটি হচ্ছে। আর এ থেকে পরিত্রাণের  একমাত্র উপায়  টেকসই  বেড়িবাঁধ- যা এ এলাকার মানুষের  দীর্ঘদিনের প্রাণের দাবি।
  প্রতিবছর বর্ষা মৌসুমে  মোরেলগঞ্জ উপজেলার পৌরসভা সহ ১৬টি ইউনিয়নের  ৩০ টির অধিক গ্রাম  জোয়ারের পানিতে প্লাবিত হয়ে থাকে। জোয়ারের পানিতে পানগুছি নদীর তীরবর্তী মোরেলগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক, লঞ্চঘাট এলাকা,  সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সড়ক,  সরকারি সিরাজউদ্দিন মেমোরিয়াল কলেজের  সড়ক, কেজি মাধ্যমিক বিদ্যালয়,  অম্বিকাচরণ লাহা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান সড়ক ও মাঠ , উপজেলা চত্বর  ও মাঠে থৈ থৈ করে  পানি।   মিষ্টি পানির আঁধার খ্যাত পুরাতন  থানার পুকুর, উপজেলা পুকুর, কাউন্সিলের পুকুর নোংরা- দূষিত পানিতে ডুবে যায়। বছর বছর পাড় উঁচু করেও লাভ হয় না। পূর্বের বছরের উঁচু  করার কাজটিকে এবছর নিতান্তই অপর্যাপ্ত  মনে হয়।
কখনো কখনো  টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে যানবাহনগুলো যেমন ভ্যান, অটোরিকশা প্রায় ডুবে যাওয়ার মত অবস্থা হয় ।  চরম ভোগান্তি পোহাতে হয় পথচারীদের।

বিদ্যালয়ে আসার সময় সমস্যা  না হলেও  টিফিনের সময় ও ছুটির সময় বাড়ি ফিরতে হলে শিক্ষক,  শিক্ষার্থীদের রাস্তায় অনেক ভোগান্তি পোহাতে হয়। জোয়ার এলে প্রধান প্রধান  সড়কে হাটু পর্যন্ত পানি ওঠে। কোন কোন জায়গায় হাটুর উপর পর্যন্ত পানি উঠে যায়। ফলে শিক্ষক, শিক্ষার্থীদের বাড়ি ফিরতে চরম দুর্ভোগের শিকার হতে  হয়। 
 এসময় এই সড়কে ভ্যান অটোরিকশা পাওয়া যায় না বললেই চলে। যদিও বা পাওয়া যায় দু- একটি তাদেরকে  অতিরিক্ত ভাড়া গুনতে হয়।
 দুপুর ১২টা বাজলেই পানির চাপ বেড়ে যায়। ব্যবসায়ীদের  প্রায় ৩ থেকে ৪ ঘণ্টা বসে থাকতে হয়। গ্রাম থেকে আসা ক্রেতারা চলে যায় তড়িঘড়ি করে। ফলে ব্যবসায়ীরা  ব্যবসায়িক অনেক ক্ষতির শিকার হয় নিয়মিত।
পানগুছি নদী তীরবর্তী ইউনিয়নগুলো যেমন- বহরবুনিয়া, পঞ্চকরণ, বারইখালী, বলইবুনিয়া, হোগলাবুনিয়া,  মোরেলগঞ্জ  সদর, খাউলিয়ার  প্রায় ৩০ গ্রাম সহ প্রায় পুরো পৌরসভা জোয়ারের পানিতে তলিয়ে যায় । জোয়ার-ভাটার খেলায় পড়ে  নারী-শিশু-বৃদ্ধসহ পথচারীরা চরম দুর্ভোগে পড়েন।
গত সপ্তাহজুড়ে অবিরাম বৃষ্টি  আর নিম্নচাপের প্রভাবে জোয়ারের  পানিতে দুর্ভোগ সম্পর্কে বারইখালী ইউনিয়নের ১০৯ নং উত্তর সুতালড়ী  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নার্গিস খানম বলেন, এমনিতেই আমাদের এলাকার রাস্তাঘাট কাঁচা  এবং প্রায়-ই  পানিতে ডুবে  থাকে এমন সময় জোয়ারের পানি উঠলে স্কুলে আসার প্রবেশপথে পানি জমা হয়ে হাটু-কোমর পর্যন্ত পানি হয়ে যায়। এতে কোমলমতি শিশুরা স্কুলে আসতে পারে না। আর  যারা আসে তারা ও সঠিক সময় আসতে পারে না। জোয়ারের পানিতে ভিজে যায়  বই-খাতা। প্রতিনিয়তই ঘটে দুর্ঘটনা। চারদিকে থৈ থৈ পানি ও রাস্তা খারাপ থাকায়  কোমলমতি শিশুদের অভিভাবকরা থাকেন দুশ্চিন্তায়।  
অন্যদিকে পানগুছি নদীর দুই তীরবর্তী  পৌর শহরের লঞ্চঘাট সহ উপজেলার বিস্তীর্ণ এলাকার ফসল এবং ফসলি জমি, মাছের ঘের সহ ঘরবাড়ি নষ্ট  হচ্ছে প্রতিনিয়ত। উপজেলার  ফেরীঘাট সংলগ্ন এলাকা, বারইখালীর কাশ্মীর, বলইবুনিয়ার শ্রেণীখালী, বহরবুনিয়ার ফুলহাতা, ঘষিয়াখালী, মোরেলগঞ্জ সদর ইউনিয়নের গাবতলা গ্রামের নতুন করে আধা কিলোমিটার কার্পেটিং রাস্তা ধসে গেছে। হোগলাবুনিয়ার বদনীভাঙ্গা, সানকিভাঙ্গা, পাঠামারা, খাউলিয়া বাজারের ব্রিজ হুমকির মুখে পতিত হয়েছে।
এছাড়াও পঞ্চকরণের দেবরাজের পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন ১ হাজার ২০০ মিটার অস্থায়ী বেড়িবাঁধ হুমকির মুখে রয়েছে। এদিকে দীর্ঘদিন ধরে পানগুছি নদীর ভাঙ্গনের ফলে ফসলি জমি, বাড়িঘর গাছপালা বিলীন হয়ে নদীগর্ভে চলে যাওয়ায় নিঃস্ব হয়ে পড়েছে শত শত পরিবার।
নদীর তীরবর্তী ইউনিয়ন গুলোর সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদার, সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির মোল্লা, বারইখালীর চেয়ারম্যান আব্দুল আউয়াল খান মহারাজ, হোগলাবুনিয়ার বীর মুক্তিযোদ্ধা আকরামুজ্জামান, বহরবুনিয়ার চেয়ারম্যান রিপন হোসেন তালুকদার বলেন, গত কয়েক দিনের পানির চাপে নদীর তীরবর্তী তাদের ইউনিয়নগুলো অনেক কাঁচা-পাকা রাস্তা ভেঙে গেছে।
এ বিষয়ে পৌরসভার মেয়র এসএম মনিরুল হক তালুকদার বলেন, শুধু শহর রক্ষা বাঁধ নয়, ইতোমধ্যে গাবতলা হয়ে ঘষিয়াখালী পর্যন্ত স্থায়ী বেড়িবাঁধের টেন্ডার ও কাজ শুরু  হয়েছে। ২০১৭ সালে এ প্রকল্পের প্রস্তাবনা হয়েছে। এ কাজ সম্পন্ন  হলে এ সমস্যা থাকবে না।
বাগেরহাট জেলা পানি উন্নয়ন বোর্ডে নির্বাহী প্রকৌশলী মো. মাসুম বিল্লাহ বলেন, মোরেলগঞ্জ শহর সংলগ্ন রামপাল-মোংলা হয়ে ঘষিয়াখালী পর্যন্ত ৯৫ কিলোমিটার বেড়িবাঁধের জন্য সম্ভাব্যতা সমীক্ষার জন্য মন্ত্রনালয়ে প্রস্তাবনা রয়েছে। এ ছাড়াও ইতোমধ্যে পানগুছি নদীর ভাঙন হতে বাগেরহাট জেলা সদর সংলগ্ন এলাকা সংরক্ষণ এবং বিষখালী নদী পুনঃখনন শীর্ষক প্রকল্পের কাজ শুরু হয়েছে। '
তবে চলমান প্রকল্পের কাজগুলো  দ্রুত শুরু এবং শেষ করতে না পারলে এ দুর্ভোগ থেকে এ এলাকার মানুষের মুক্তি  মিলবে না বলে অভিমত পোষণ  করেছেন সচেতনমহল।

Tag
আরও খবর