বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (৮ আগস্ট) সকাল দশটায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড.শাহ-ই আলম বাচ্চু।
বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল মালেক, থানা অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান, প্রাণীসম্পদ কর্মকর্তা ইউনুস আলী, সমাজসেবা কর্মকর্তা গৌতম বিশ্বাস, পল্লী বিদ্যুতের জোনাল ম্যানেজার পল্লী ওয়াদুদ খন্দকার, শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা রতন দাস, আনসার ভিডিপি কর্মকর্তা মো.শফিকুর রহমান, আইসিটি কর্মকর্তা ত্রিদীপ সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির, জনস্বাস্থ্য প্রকৌশলী মনিরুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী খান, সহকারী শিক্ষা কর্মকর্তা অসীত বর্মন, রফিকুল ইসলাম, সজল মহুলী, রাসেল মোল্লা, উপ-সহকারী প্রকৌশলী শুভঙ্কর মন্ডল উপ-সহকারী প্রকৌশলী সোহেল রানা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউডিএফ জাইকা প্রকল্প কর্মকর্তা রিয়াজুর রহমান।
এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিক ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
সভাশেষে উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের পক্ষ থেকে দিবসটি উপলক্ষে ১০ জন অসহায় দুঃস্থ মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ করেন।
১০ ঘন্টা ৫২ মিনিট আগে
১৩ ঘন্টা ২৯ মিনিট আগে
২২ ঘন্টা ১ মিনিট আগে
৪ দিন ১৪ ঘন্টা ১৯ মিনিট আগে
৬ দিন ৮ ঘন্টা ৪৮ মিনিট আগে
৯ দিন ১২ ঘন্টা ৫৩ মিনিট আগে
১০ দিন ৬ ঘন্টা ৭ মিনিট আগে
১০ দিন ৯ ঘন্টা ৩০ মিনিট আগে