মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প -২ এর আওতায় এবার মোরেলগঞ্জ উপজেলায় আরও ৭৯ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছেন মাথা গোঁজার ঠাঁই। এসব পরিবারগুলোর হাতে ঘরের চাবি ও জমির দলিল বুঝিয়ে দেওয়ার সকল প্রস্তুতি শেষ করেছেন উপজেলা প্রশাসন।
আগামীকাল ৯ আগস্ট (বুধবার) গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারা দেশের ভূমি ও গৃহহীনদের জন্য আশ্রয়ণ প্রকল্পের ঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে চতুর্থ দফায় মোরেলগঞ্জ উপজেলার ৭৯ উপকারভোগী পরিবারের হাতে গৃহের চাবি ও দলিল তুলে দেওয়া হচ্ছে।
দীর্ঘদিন ভূমিহীন থাকা হতদরিদ্র মানুষগুলো সরকারি এই ঘর পাওয়ার আশায় অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
ইতিমধ্যে ঘরগুলো পরিদর্শন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ শাহ-ই আলম বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতান, উপজেলা প্রকল্প বাস্তবায়নন কর্মকর্তা আবদুল্লাহ আল জাবির, স্থানীয় ইউপি চেয়ারম্যানগণ।
উপজেলা নির্বাহী অফিসার এস এম তারেক সুলতান জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী কাজের গুণগত মান বজায় রেখে প্রধানমন্ত্রীর উপহারের আশ্রয়ণ প্রকল্পের আওতায় ঘরগুলো নির্মাণ করা হয়েছে।
এর আগে 'ক' তালিকাভুক্ত ৫১৬টি ভূমিহীন পরিবারের মধ্যে এবং প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ধাপে মোট ৪৬৬ টি পরিবারের মাঝে ২ শতক জমিসহ ঘর হস্তান্তর করা হয়েছে।
বুধবার বনগ্রাম ইউনিয়নে ২০ টি, তেলিগাতি ইউনিয়নে ৫১ টি এবং মোরেলগঞ্জ সদর ইউনিয়নে ০৮টি মোট ৭৯ টি ভূমিহীন পরিবারের মাঝে এ ঘর হস্তান্তর করা হচ্ছে।
১০ ঘন্টা ৪৯ মিনিট আগে
১৩ ঘন্টা ২৭ মিনিট আগে
২১ ঘন্টা ৫৯ মিনিট আগে
৪ দিন ১৪ ঘন্টা ১৭ মিনিট আগে
৬ দিন ৮ ঘন্টা ৪৫ মিনিট আগে
৯ দিন ১২ ঘন্টা ৫১ মিনিট আগে
১০ দিন ৬ ঘন্টা ৫ মিনিট আগে
১০ দিন ৯ ঘন্টা ২৮ মিনিট আগে