জাতীয় শোক দিবস উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নের চেয়ারম্যান বাজারে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
১৭ আগস্ট সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে
উপজেলার চেয়ারম্যান বাজারে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সরকারী পরিচালক ও মোরেলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক সঞ্জীব কুমার রায়। পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ ইমরাজ শেখ, রানা শিকদার, মোঃ আজিম, শাহ আলম চৌকিদার, কালাম চৌকিদার প্রমুখ। এছাড়াএ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান বাজারে সামাজিক উন্নয়ন কেন্দ্রে বৃক্ষরোপণ কর্মসূচিতে বিভিন্ন জাতের ফলজ, বনজ গাছের চারা রোপন ও বিতরণ করে দিবসটিকে স্মরণীয় করে রাখতে এবং এই বর্ষা মৌসুমে জনসাধারণকে গাছ লাগাতে উদ্বুদ্ধ করাই এই কর্মসূচির উদ্দেশ্য।