' সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার' এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ১৭-১৯ সেপ্টেম্বর তিন দিনব্যাপী স্থানীয় সরকার উন্নয়ন মেলার আয়োজন করা হয়েছে। রবিবার(১৭ সেপ্টেম্বর) এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এসএম তারেক সুলতান।
সোমবার সকাল ১০টায় এ উপলক্ষে ইউএনও'র নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা সদর প্রদক্ষিণ করে। র্যালী শেষে উন্নয়ন বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও এসএম তারেক সুলতানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. রুহুল কুদ্দুস, উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, পল্লী বিদ্যুতের ডিজিএম মো. আব্দুল ওয়াদুদ খন্দকার, মোরেলগঞ্জ থানা ওসি ( তনন্ত) মো. শাহজাহান আহমেদ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক এইচ এম জসিম উদ্দিন, সাংবাদিক গণেশ পাল, সাংবাদিক শাহ আলম তালুকদার প্রমুখ। আলোচনা সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদের সচিববৃন্দ, পৌরসভার কাউন্সিলরবৃন্দ ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
১০ ঘন্টা ৫২ মিনিট আগে
১৩ ঘন্টা ২৯ মিনিট আগে
২২ ঘন্টা ১ মিনিট আগে
৪ দিন ১৪ ঘন্টা ১৯ মিনিট আগে
৬ দিন ৮ ঘন্টা ৪৮ মিনিট আগে
৯ দিন ১২ ঘন্টা ৫৩ মিনিট আগে
১০ দিন ৬ ঘন্টা ৭ মিনিট আগে
১০ দিন ৯ ঘন্টা ৩০ মিনিট আগে