বাগেরহাটের মোরেলগঞ্জে রবিবার
সকাল ১০ টায় বিনামূল্যে বিভিন্ন ফসলের রাসায়নিক সার ও উচ্চ ফলনশীল বীজ বিতরণ- ২০২২ উদ্বোধন করা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তর, মোরেলগঞ্জ, বাগেরহাট এর
আয়োজনে ১৩ নভেম্বর, রবিবার সকাল ১০ টায় উপজেলা অফিসার্স ক্লাব
মিলনায়তনে ২০২২-২৩ অর্থ বছরে রবি/২০২২-২৩ মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে
বিনামূল্যে বিভিন্ন ফসলের রাসায়নিক সার ও উচ্চ ফলনশীল বীজ বিতরন-২০২২ উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান
আলহাজ্ব এ্যাড. শাহ-ই আলম বাচ্চু থেকে উপস্থিত সরিষা চাষীদের মাঝে বিনামূল্যে ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার ও
১ কেজি উচ্চ ফলনশীল সরিষা বীজ বিতরণ করেন। অনুষ্ঠানে স্বাগত
বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আকাশ বৈরাগী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান।