মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে বরিশালের সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাইফি শিকদার মিমিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৭ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর বসিলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে গৌরনদী মডেল থানা পুলিশ। এসময় তার মোবাইল ফোন জব্দ করা হয়েছে।গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, গত ১২ সেপ্টেম্বর ছাত্রদল নেতা কাইফি শিকদার তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীকে কটূক্তি করে পোস্ট দেন। এ ঘটনায় গৌরনদী উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম সান্টু ভূইয়া বাদী হয়ে মামলা করেন।মামলার পর থেকে কাইফি আত্মগোপনে ছিলেন। পরে তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ঢাকা থেকে তাকে গ্ৰেফতার করা হয়। পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, গ্রেফতার আসামিকে দুপুরে বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
১৬ দিন ৫ ঘন্টা ৫৫ মিনিট আগে
২২ দিন ২১ ঘন্টা ৯ মিনিট আগে
২৫ দিন ২১ ঘন্টা ২২ মিনিট আগে
২৯ দিন ২ ঘন্টা ২৮ মিনিট আগে
৩৪ দিন ১৬ ঘন্টা ৫০ মিনিট আগে
৩৪ দিন ১৮ ঘন্টা ১৩ মিনিট আগে
৪০ দিন ১৬ ঘন্টা ৫৯ মিনিট আগে
৪১ দিন ১৭ ঘন্টা ৫৮ মিনিট আগে